এ আবার কেমন বিয়ে? 'বাঙালি দম্পতির' ছবি নিয়ে তুমুল শোরগোল

হাতে বিশাল মাছ। একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন। একটি ছবিতে তো ঠোঁটের কাছে ঠোঁটও রেখেছেন যুগল। আর সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে।

Advertisement
এ আবার কেমন বিয়ে? 'বাঙালি দম্পতির' ছবি নিয়ে তুমুল শোরগোলএই সেই ছবি
হাইলাইটস
  • 'বাঙালি দম্পতির' ছবি নিয়ে তুমুল শোরগোল
  • কী আছে ছবিতে? দেখলে চমকে যাবেন

হাতে বিশাল মাছ। একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন। একটি ছবিতে তো ঠোঁটের কাছে ঠোঁটও রেখেছেন যুগল। আর সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে। কারণ, সেখানে দাবি করা হয়েছে এভাবেই নাকি বাঙালি বিয়ে করে। মোদ্দা কথা হল এটাই নাকি বাঙালির বিয়ে কালচার। 

ইন্টারনেটের দুনিয়ায় কী না হয়। সোশ্যাল মিডিয়ার দৌলতে গল্পের গোরু গাছেও চড়ে। এক্ষেত্রেও হয়েছে তাই। যদিও যে ছবি ভাইরাল হয়েছে সেটি আর্টিফিসিয়াল ইন্টিলেজেন্সের মাধ্যমে করা হয়েছে। তবে সমালোচনা করার সুযোগ হাতছাড়া করতে নারাজ নেটিজেনদের একাংশ। এভাবে কেন বাঙালির বিয়ে কালচারকে অপমান করা হবে? কেউ কেউ সেই প্রশ্নও তুলেছেন। 

বাঙালির মাছ-প্রীতির কথা সবার জানা। আর তাকেই হাতিয়ার করে বিশাল আকারের একটি মাছ-সহ ছবি দেওয়া হয়েছে দম্পতির। @baghardh নামের এক ট্যুইটার ইউজার এই ছবি পোস্ট করেছেন।  সেই পোস্টে শুধু বাঙালির বিয়ে নয়। বিভিন্ন রাজ্যের মানুষের বিয়ে সংস্কৃতি দেখানো হয়েছে। 

আরও পড়ুন : নতুন বছরে পেনশনারদের বড় উপহার, অ্যাকাউন্টে ঢুকবে বেশি টাকা

তবে সবথেকে শোরগোল ফেলেছে বাঙালির বিয়ে নামে চালানো ছবিটি। একজন নেটিজেন লিখেছেন, 'এত বড় মাছ কোথায় পেলেন?' আর একজনের আবার কমেন্ট, 'ভয়াবহ। দেখেই ভয় লাগছে।' 

আরও পড়ুন : জানুয়ারিতেও ডিএ দেয়নি রাজ্য', এবার বড় সিদ্ধান্ত নিলেন সরকারি কর্মী-শিক্ষকরা

একইভাবে পঞ্জাবি, গুজরাতি এবং রাজস্থানিদের বিয়ের ছবিও পোস্ট করা হয়েছে। প্রতিটি ছবিই সমালোচনার মুখে পড়েছে। আসলে  AI (Artificial Intelligence) দ্বারা কল্পিত এই ছবিগুলো অনেকের সংস্কৃতিতে আঘাত করেছে। যা কোনওভাবেই কাঙ্খিত নয়, বলছেন নেটিজেনরা। 

 

POST A COMMENT
Advertisement