রবীন্দ্রনাথের ছবির নিচে লেখা 'ঠাকুরের টোটো'! Viral ছবি

যে টোটোতে গুরুদেবের ছবি নিয়ে এত হইচই সেই টোটো চালক শান্তিনিকেতনে ঠাকুর নামে পরিচিত। তাঁর বাড়ি বোলপুরে, আসল নাম সুকেশ চক্রবর্তী। তিনি বরাবর রবীন্দ্রপ্রেমী। মাঝ বয়সি সুকেশ জানান, 'রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা ঠাকুর বলেই ডাকি। আমার পরিবারের দু'বেলা খাবার জোটে তার জন্য। '

Advertisement
রবীন্দ্রনাথের ছবির নিচে লেখা 'ঠাকুরের টোটো'! Viral ছবি  টোটোতে রবীন্দ্রনাথ ঠাকুর
হাইলাইটস
  • রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ঠাকুর নামেও পরিচিত
  • আর তাঁর ছবি ব্যবহার করে টোটোর নামকরণের অভিযোগ উঠল
  • সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে

রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ঠাকুর নামেও পরিচিত। আর তাঁর ছবি ব্যবহার করে টোটোর নামকরণের অভিযোগ উঠল। সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  যা নিয়ে তুঙ্গে বিতর্ক। ওই টোটোটি শান্তিনিকেতনের। এখন ফেসবুকের বিভিন্ন গ্রুপে ঘুরছে সেই ছবি। 

আরও পড়ুন : মণিপুরে জঙ্গি হামলায় শহিদ ৫ জওয়ান, নিহত সেনা পরিবারের ২ সদস্যও

যে টোটোতে গুরুদেবের ছবি নিয়ে এত হইচই সেই টোটো চালক শান্তিনিকেতনে ঠাকুর নামে পরিচিত। তাঁর বাড়ি বোলপুরে, আসল নাম সুকেশ চক্রবর্তী।  তিনি বরাবর রবীন্দ্রপ্রেমী। মাঝ বয়সি সুকেশ জানান, 'রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা ঠাকুর বলেই ডাকি। আমার পরিবারের দু'বেলা খাবার জোটে তার জন্য। শান্তিনিকেতনে টোটো চালিয়ে যা রোজগার হয় তাই দিয়ে। আসলে গুরুদেবের ছবি আমার টোটোতে সব সময় থাকে। নিচে আমার নাম ঠাকুর লিখে ফোন নম্বরটা দিয়েছি।' 

পোস্ট ঘিরে ফেসবুকে বিতর্ক
পোস্ট ঘিরে ফেসবুকে বিতর্ক

প্রতিদিন শান্তিনিকেতনে হাজার হাজার পর্যটক আসেন রবীন্দ্রনাথ ঠাকুরের অপূর্ব সৃষ্টি শান্তিনিকেতন এবং বিশ্বভারতী দেখতে। আর এই মানুষগুলি আগে রিকশা এবং টোটোতে চেপে ঘোরেন শান্তিনিকেতন।  তাঁদের গাইড হয়ে ওঠেন টোটো চালকেরা।  

আরও পড়ুন : UPSC NDA পরীক্ষার সংক্রান্ত অত্যন্ত জরুরি নোটিশ, দেখুন

সুকেশ চক্রবর্তীর সেই পোস্ট নিয়ে সোশাল মিডিয়ায় বিতর্ক তৈরি হয়েছে। অনেকে ওই চালকের পাশে দাঁড়িয়েছেন। কেউ কেউ আবার টোটোতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ব্যবহারকে মোটেও ভালোভাবে নেননি।  যেমন একজন লিখেছেন, 'রবি ঠাকুরকে ভাঙিয়ে ব্যবসা করা হচ্ছে। এটাই বোধহয় বাকি ছিল।' 

তবে অনেকে আবার এই পোস্টের মধ্যে ভুল কিছু দেখছেন না। তাঁদের মতে, এটা নিয়ে বিতর্কের প্রয়োজন নেই। এটা না মানার মতোও কিছু হয়নি। 

 

POST A COMMENT
Advertisement