অর্ডার করা খাবার খেয়ে নিচ্ছিল ডেলিভারি বয়। আর সেই সময়ই হাতেনাতে ধরা হয়েছে ওই ডেলিভারি বয়কে (Delivery Boy)। এমনটাই দাবি এক ব্যক্তির। ওই ব্যক্তি জানাচ্ছেন, তিনি বাড়ির জন্য কিছু খাবার অনলাইনে অর্ডার করেছিলেন। কিন্তু ডেলিভারি বয় তাঁকে দেওয়ার আগেই তা খেতে শুরু করে দেয় এবং সেটাও তাঁর নিজের বাড়ির সামনেই। ডেলিভারি বয়ের এই কীর্তি দরজায় লাগানো ক্যামেরায় ধরা পড়ে। সেই ভিডিও শেয়ার করেছেন ওই ব্যক্তি।
'দ্য সান'-এর প্রতিবেদন অনুযায়ী, ব্রিটেনে বসবাসকারী ৩৬ বছর বয়সী পেকিশ নায়েফ স্টোরার (Peckish Nayf Storer) জানাচ্ছেন, তিনি সম্প্রতি এক রাতে কাছাকাছির একটি রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করেন। অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরে, ডেলিভারি বয় তিনটি মুরগির মোড়ক, একটি গ্রিলড চিকেন বার্গার, চার প্যাকেট চিপস এবং চারটি পানীয় নিয়ে বাড়িতে পৌঁছায়। কিন্তু অর্ডার ডেলিভারি করার আগেই ব্যাগ থেকে চিপস বের করে খেতে শুরু করে দেয় সে।
পেকিশ নায়েফ জানান, ডেলিভারি বয়ের এই কর্মকাণ্ডটি ডোরবেলে লাগানো ক্যামেরায় ধরা পড়ে যা তিনি মোবাইলে দেখতে পান। তিনি আরও বলেন, এটা দেখার সঙ্গে সঙ্গে আমি আমার স্ত্রীকে ফোন করে বিষয়টি জানাই। এ কথা শুনে স্ত্রীও অবাক। পেকিশের মতে, করোনা পিরিয়ডে এই ধরনের কাজ অত্যন্ত নিন্দনীয়। এরপর তিনি ডেলিভারি বয়ের নামে রেস্তোরাঁয় অভিযোগ করেন। এর প্রেক্ষিতে রেস্তোরাঁ কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে বলে হয়ত ডেলিভারি বয় ব্যাগ থেকে বিস্কুট খাচ্ছিল। পরে অবশ্য রেস্তোরাঁর তরফে জানানো হয় যে ওই ডেলিভারি বয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও একটি ঘটনা
ডেলিভারি বয় সম্পর্কিত আরও একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে একজন গ্রাহক দাবি করেছেন যে এক ডেলিভারি বয় টিপ না দেওয়ার কারণে তাঁর অর্ডার করা খাবারের অর্ধেক খেয়ে ফেলেছে। একটি ভিডিও টিকটকে (@Goldology) শেয়ার করার সময় ওই গ্রাহক এই আশ্চর্যজনক দাবি করেছেন।
ভিডিওটি এখনও পর্যন্ত প্রায় ৪ লক্ষ বার দেখা হয়েছে। ভিডিওটিতে একজনকে বলতে শোনা যাচ্ছে যে কীভাবে ডোরড্যাশ কোম্পানির ডেলিভারি বয় টিপ না দেওয়ায় তাঁর খাবারের অর্ধেক খালি করে দিয়েছে। একটি FinanceBuzz সমীক্ষায় জানা গিয়েছে যে প্রায় ৫২ শতাংশ মানুষ নগদে টিপ দেন, আর ৪৬ শতাংশ মানুষ টিপ দেন অ্যাপের মাধ্যমে।
আরও পড়ুন - Virat Kohli গানও জানেন! ঝড়ের গতি Viral ক্রিকেটারের ভিডিও