scorecardresearch
 

অটোর মাথায় আস্ত বাগান, প্রচণ্ড গরমেও 'Cool' যাত্রীরা

মহেন্দ্র সিং গত ২৫ বছর ধরে অটো চালাচ্ছেন। দিল্লির গরম থেকে রক্ষা পেতে নিজের অটোর মাথায় তিনি তৈরি করে ফেলেছেন আস্ত একটি বাগান। এই বিষয়ে মহেন্দ্র বলেন, একদিন গরমে অস্থির হয়ে তিনি একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। কিছুক্ষণের মধ্যে তিনি ঘুমিয়েও পড়েন। এরপর যখন ঘুম ভাঙে তখন তাঁর মাথায় এই আইডিয়াটি আসে। 

Advertisement
অটোর মাথায় বাগান অটোর মাথায় বাগান
হাইলাইটস
  • অটোর ছাদে ২৩ রকমের গাছ
  • ঠান্ডা রাখে অটোর ভিতরের অংশ
  • অভিনব আইডিয়া দিল্লির এক অটো চালকের

চলছে এপ্রিল মাস। তাপমাত্রাও বেড়েছে অনেকটাই। এসি ও কুলারের মাধ্যমে গরম থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছেন মানুষ। কিন্তু সেগুলি অবশ্য ব্যয়বহুল। তাই গরম থেকে বাঁচতে এবার এক অভিনব পদ্ধতি বের করলেন দিল্লির বাসিন্দা মহেন্দ্র সিং। 

মহেন্দ্র সিং গত ২৫ বছর ধরে অটো চালাচ্ছেন। দিল্লির গরম থেকে রক্ষা পেতে নিজের অটোর মাথায় তিনি তৈরি করে ফেলেছেন আস্ত একটি বাগান। এই বিষয়ে মহেন্দ্র বলেন, একদিন গরমে অস্থির হয়ে তিনি একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। কিছুক্ষণের মধ্যে তিনি ঘুমিয়েও পড়েন। এরপর যখন ঘুম ভাঙে তখন তাঁর মাথায় এই আইডিয়াটি আসে। 

মহেন্দ্র তাঁর অটোর মাথায় তৈরি করা বাগানে ২৩ ধরনের গাছ লাগিয়েছেন। এর মধ্যে শাকসবজিও রয়েছে। এ ছাড়া এই বাগানে গমের চারাও লাগানো হয়েছে। অটোতে থাকা ফুলের সুগন্ধ যাত্রীদেরও বেশ আকৃষ্ট করে। তাছাড়া অটোর ভিতরে ৪টি ফ্যানও রয়েছে। এই ফ্যানের সাহায্যে বাগানের ঠান্ডা বাতাস যখন যাত্রীর কাছে পৌঁছায় তখন পুরোপুরি কুলারের মতো কাজ করে। এর ফলে অটোটিও ঠান্ডা থাকে। 

এখন মহেন্দ্রর কাছে অন্যান্য অটোচালকরাও এই বিষয়ে জানতে চাইছেন। মহেন্দ্র বলেন, দিল্লিতে এবার গরম গত বহু বছরের চেয়ে বেশি, কিন্তু তাঁর অটোয় সেটা টের পাওয়া যায় না।

আরও পড়ুন'যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী...' হাঁসখালি নিয়ে বিস্ফোরক সৌগত

 

Advertisement