মহাকাশ থেকে নিচে পড়েছিল উল্কাপিণ্ড। যে ঝুপড়িটির ওপরে সেটি পড়েছিল সেটি এখন কোটি কোটি টাকায় বিক্রি হয়ে চলেছে। ঝুপড়িটির দাম নির্ধারিত হয়েছে ২ কোটি টাকারও বেশি। এছাড়া মহাকাশ থেকে নিচে পড়া আরও কিছু সামগ্রীও বিক্রি হতে চলেছে। 'দ্য সান'-এর রিপোর্ট অনুযায়ী, ওই ঝুপড়ির ওপরে ৭ ইঞ্চির একটি গর্ত হয়ে যায়। তবে সৌভাগ্যবশত উল্কাপাতের কারণে তার ভিতরে থাকা কুকুরটির কোনও ক্ষতি হয়নি। ২০১৯ সালে ঘটনাটি ঘটে কোস্টারিকার এগাস জরাকাসে।
অন্যদিকে যে উল্কাপিণ্ডটি আকাশ থেকে পড়েছিল সেটিও আলাদা করে বিক্রি হচ্ছে। তবে ক্রিস্টির নিউইয়র্ক সেল-এ উল্কাপিণ্ডের দাম কুঁড়েঘরের চেয়ে কম উঠেছে।
Winchcombe meteorite-এর উল্কাপিণ্ডটি ব্রিটেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্কাপিণ্ড। বিজ্ঞানীরাও এমনটাই মনে করেন। সেটি CM2 নামেও পরিচিত। এতে রয়েছে কার্বোনেশিয়াস কনড্রাইট। এটি প্রায় ৪৬০ মিলিয়ন বছর আগে সৌরজগতে গঠিত হয়েছিল।
৯ কিলোর উল্কাপিণ্ড
উল্লেখযোগ্য বিষয় হল, মহাকাশের বেশকিছু জিনিস বিক্রি হতে চলেছে। তারমধ্যে ৯ কিলোর মার্টিয়ন উল্কাপিণ্ডটিও সামিল। সেটির দাম ৫ কোটি ৯৩ লক্ষরও বেশি হতে পারে।
যেগুলির ওপর উল্কাপিণ্ড পড়েছে সেগুলির দামও বেশি
এর আগে আমেরিকার জর্জিয়ায় উল্কাপিণ্ড পড়ে ভেঙে গিয়েছিল একটি লেটার বক্স। সেটি বিক্রি হয়েছিল ৬২ লক্ষ টাকায়। ১৯৯২ সালে নিউইয়র্কে একটি গাড়িতে উল্কাপিণ্ড পড়েছিল। ২০ বছর পর সেটি ১ কোটি ২০ লক্ষ টাকায় বিক্রি হয়।
আরও পড়ুন - পরীক্ষা দিতে গিয়েছে বর, মণ্ডপে বিয়ের অপেক্ষায় কনে, তারপর...