
একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়েছেন এক মহিলা! গোটা দুনিয়ায় এমন তিনবার ঘটনা ঘটেছে। এর মধ্যে দু'টি ঘটনায় প্রসবের কয়েকদিন পর কোনও শিশুই বেঁচে থাকেনি। কিন্তু তৃতীয় ঘটনাটি ব্যতিক্রমী! গত বছর যখন ২৫ বছর বয়সী এক মহিলা ৯টি সন্তানের জন্ম দেন। এক বছর পরে সকলেই সুস্থ আছে। শিশুদের প্রথম জন্মদিনও ঘটা করে পালন করেছে ওই দম্পতি।
২০২১ সালের ৪ মে একসঙ্গে ৯ সন্তানের মা হন ২৬ বছরের হালিমা সিসি। তিনি মালি নামে আফ্রিকার একটি দেশের বাসিন্দা। প্রসবের ঠিক আগে চিকিৎসার জন্য হালিমাকে মরক্কোতে পাঠিয়েছিল মালি সরকার। প্রায় এক বছর পরও হালিমা সন্তানদের নিয়ে মরক্কোয় বসবাস করছেন। তাঁকে রাখা হয়েছে একটি বিশেষ পরিচর্যা কেন্দ্রে। হালিমার ৯ সন্তানের মধ্যে ৫ মেয়ে এবং ৪ ছেলে। হালিমার স্বামী কাদের আরবে (৩৬ বছর বয়স) মালির সামরিক বাহিনীতে কাজ করেন। তিনি জানান, ৯ শিশুই এখন হামাগুড়ি দিচ্ছে। হাত ধরে দাঁড়াতেও শিখছে। বাচ্চাদের স্বভাবও আলাদা। কেউ চঞ্চল। কেউ আবার শান্ত।
একসঙ্গে বেশি সন্তানের জন্ম দিলে গেলে মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে। অনেক দেশে মহিলাদের গর্ভে একসঙ্গে ৪টির বেশি সন্তান থাকলে গর্ভপাতের পরামর্শও দেওয়া হয়। শিশুরা ভূমিষ্ট হলেও স্বাভাবিক হয় না। চিকিৎসকরা হালিমাকেও সতর্ক করেছিলেন তাঁর প্রাণের ঝুঁকি থাকতে পারে।
৯ শিশুর প্রথম জন্মদিনে হাসপাতালের নার্সরাও উপস্থিত ছিলেন। কেকও কাটা হয়। যখন এই ৯টি শিশুর জন্ম হয়েছিল, তাদের ওজন ছিল ৫০০ গ্রাম থেকে ৯৬৩ গ্রামের মধ্যে। ডেলিভারি টিমে ১০ জন ডাক্তার, ২৫ জন প্যারামেডিক্যাল স্টাফ এবং ১৮ জন নার্স ছিলেন।
৯ সন্তান জন্ম দিয়ে ৮ সন্তানের জননী নাদিয়া সুলেমানের রেকর্ড ভেঙে দিয়েছেন হালিমা। নাদিয়া ২০০৯ সালে ৮টি সন্তানের জন্ম দেন। হালিমার নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত হয়েছে। গত বছরের আগস্টে হালিমার ৯টি শিশুকে ভেন্টিলেটর থেকে সরানো হয়েছিল। চিকিৎসকের পরামর্শে বাচ্চাদের বোতলে খাবার দেওয়া শুরু করেন হালিমা।