PAK জোকারের গলায় সোনু-অরিজিতের গান VIRAL, শুনে মুগ্ধ নেটিজেনরা

পাকিস্তানি ব্লগার আহমেদ খান ইউটিউবে (YouTube) একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে জোকারের পোশাকে থাকা এক ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। কথায় কথায় ওই জোকার বলেন যে তিনি গানও করেন। এরপরেই তাঁকে গান শোনাতে বলেন ব্লগার। 

Advertisement
PAK জোকারের গলায় সোনু-অরিজিতের গান VIRAL, শুনে মুগ্ধ নেটিজেনরাভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট (সূত্র-ইউটিউব)
হাইলাইটস
  • পাক জোকারের গান ভাইরাল
  • গাইলেন একাধিক শিল্পীর গান
  • প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

কথায় বলে কার মধ্যে কী প্রতিভা লুকিয়ে আছে তা বাইরে থেকে বোঝা যায় না। আর সেই কথাই আরও একবার সত্যি প্রমাণিত হতে দেখা গেল পাকিস্তানের করাচির (Pakistan Karachi) রাস্তায়। করাচির এক জোকারের গান শুনে অবাক নেট দুনিয়া। 

পাকিস্তানি ব্লগার আহমেদ খান ইউটিউবে (YouTube) একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে জোকারের পোশাকে থাকা এক ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। কথায় কথায় ওই জোকার বলেন যে তিনি গানও করেন। এরপরেই তাঁকে গান শোনাতে বলেন ব্লগার। 

ব্লগারের কথা মতো গান ধরেন আরিফ খান নামে ওই জোকার। প্রথমে অগ্নিপথ ছবিতে সোনু নিগমের গাওয়া 'আভি মুঝ মে কহি' গানটি শোনান তিনি। যা শুনে রীতিমতো তাজ্জব বলে যান ওই ব্লগার। এর পর একে একে রাহত ফতেহ আলি খান ও অরিজিৎ সিংয়ের গানও শোনান আরিফ। 

জোকারের সুরেলা কণ্ঠ শুনে অবাক হয়ে যান ব্লগার আহমেদ। ভিডিওটি সোশ্যাল (Social Media) মিডিয়ায় শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল (Viral Video) হয়ে যায়। আরিফের গান শুনে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরাও।

আরও পড়ুনSSS চাকরি প্রার্থীদের সঙ্গে কথা মমতার, কী বললেন মুখ্যমন্ত্রী?

 

POST A COMMENT
Advertisement