Advertisement

Kuthu Playing Sweet Corn Vendor: কুথু বাজিয়ে সুইটকর্ন বিক্রি, পারকাশন ফেস্টিভ্যালে আমন্ত্রণ আনন্দ মাহিন্দ্রার

একজন সুইটকর্ন বিক্রেতা পাত্রে থাকা সুইটকর্ন বিক্রির সময় কুথু বাজাতে থাকেন। তাঁর এই প্রতিভা মুগ্ধ করেছে মাহিন্দ্রা গ্রুপের কর্ণধার আনন্দ মাহিন্দ্রাকে। তিনি এই ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি ক্যাপশনে লিখেছেন আমি জানি না এই ভদ্রলোক কোন প্রতিষ্ঠানে কাজ করেন, তবে বেঙ্গালুরুতে আমাদের আসন্ন পারকাশন ফেস্টিভ্যালে -এ তাঁর একজন সম্মানিত অতিথি হওয়া উচিত।

Advertisement
POST A COMMENT