Advertisement

Viral Video: মহিলাকে প্রায় গুঁতিয়েই দিয়েছিল বাইসন

বন্যেরা বনে সুন্দর। শিশুরা মাতৃক্রোড়ে। এই আপ্তবাক্যকে যেন আরেকবার সত্যি প্রমাণ করল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বাইসনকে ছুঁয়ে দেখতে যাচ্ছেন এক মহিলা। আর যায় কোথায় এরপরই ওই মহিলাকে প্রায় গুঁতিয়েই দিয়েছিল বাইসনটি। আর বাইসনের ওই রুদ্রমূর্তি দেখে ভয় পেয়ে যাকে বলে আত্মারাম খাঁচা অবস্থা মহিলার। কোনওরকমে বাইসনের কাছ থেকে পালিয়ে যেতে গিয়ে হোঁচট খেয়ে পড়েন তিনি। এই ঘটনাটি আমেরিকার ন্যাশনাল পার্কের। ভাইরাল হওয়া ভিডিওটি দেখে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে।

Bison Attacked Woman Viral Video

Advertisement