scorecardresearch
 
Advertisement

Tamil Nadu : চলন্ত বাসের চালই উড়ে গেল ঝড়ে !

Tamil Nadu : চলন্ত বাসের চালই উড়ে গেল ঝড়ে !

প্রকৃতি যে কখন কী খেলা দেখায়, তা বোঝা মুশকিল। অন্তত এমনই মনে করছেন একদল আতঙ্কিত বাসযাত্রী। ভাবছেন তো কী এমন ঘটেছে। এতো জোড়ে হাওয়া দিতে শুরু করল যে উড়ে গেল বাসের আস্ত ছাদ। ভাবুন ওই বাসে যদি আপনি থাকতেন, তবে ঠিক কী অবস্থা হত। ভয়ের চোটে তখন সবাই বাস থেকে নামতে ব্যস্ত। শেষমেশ বাসটি রাস্তার ধারেই দাঁড় করাতে বাধ্য হন চালক। যাত্রীরা তখন একে একে নামতে থাকেন বাস থেকে। প্রকৃতির এই অদ্ভুত খেলা ঘটেছে চেন্নাইয়ে। 558 B রুটের একটি সরকারি বাস পজাবেরকাডু থেকে সেঙ্গুদ্রামের উদ্দেশে যাচ্ছিল। প্রচণ্ড গরমে তখন দম হাঁসফাঁস অবস্থা। বিকেলের দিকে আকাশের মুখ ভার হয়। তারপর সবাই ভাবছিল, একটু বৃষ্টি হবে। স্বস্তি মিলবে। কিন্তু এ যে স্বস্তি নয়। বরং আতঙ্ক। আকাশ কালো করে আসে। আর সঙ্গে সে কী দমকা ঝড়ো হাওয়া। হাওয়ার গতিবেগ এতোটাই বেশি ছিল যে, উড়ে গেল বাসের চাল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি চলছিল, তখন বিকট একটা শব্দ হয়। তারপর দেখা যায়, বাসের ছাদের সঙ্গে জোড়া ধাতব পাতটা ততক্ষণে খুলে উড়ে গেছে। আর বাসে থাকা যাত্রীরা তখন আতঙ্কিত। এই আজব কাণ্ড এখন ভাইরাল।

Bus roof ripped off by wind in Tamil Nadu, passengers left shocked

Advertisement