আপনি কখনও দেখেছেন ঘোড়া চালাচ্ছে একটি কুকুর। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ঘোড়া ছুটছে টগবগিয়ে, আর তার পিঠে বসে আছে একটু কুকুর। ঘোড়াটিও নির্বিকার। রীতিমতো শহর ঘুরে বেড়াচ্ছে তার সারমেয় বন্ধু নিয়ে। এমন কী রেড সিগন্যালে দেখে দাঁড়াচ্ছেও তারা। দেখুন সেই ভাইরাল হওয়া মজার ভিডিও।
Dog riding a horse has gone viral