কাঁচাবাদাম। এখন এই শব্দটি বললেই ভুবন বাদ্যকারের কথাই মনে হয় সবার কাছে। তাঁর গান এতটাই ভাইরাল হয়ে গেছে, তিনি এখন সেলিব্রিটি। বাদাম এখন আর বেচছেন না। কারন তিনি যে এখন সেলিব্রিটি। চলছে কী করে সংসার। চলুন ভুবন বাদ্যকারের মুখেই শুনি তাঁর কথা।
Viral Singer Bhuban Badyakar sings his trending song Kacha Badam at a 5 star hotel in Kolkata