Advertisement

Giraffe Calf: চিড়িয়াখানায় সদ্যজাত জিরাফ, দুধ খাওয়ালেন মুখ্যমন্ত্রী

দুমাস হল জন্ম হয়েছে জিরাফটির। নাম রাখা হয়েছে পারিজাত। গুয়াহাটি চিড়িয়াখানায় জন্ম নেওয়া এই জিরাফটিকে তার নাম দুধ খাওয়ায়নি, তাকে পরিত্যাগ করেছে। বিশেষজ্ঞ দল তাকে দেখাশোনা করছে। লটারির মাধ্যমে তার নাম হয়েছে পারিজাত। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা চিড়িয়াখানায় যান জিরাফের বাচ্চাটিকে দেখতে। তাকে নিজে হাতে দুধের বোতল ধরে দুধও খাওয়ান।

Advertisement
POST A COMMENT