Advertisement

Viral: ঠোঁটে ঠোঁট ঢুকিয়ে দুই যুবকের চলন্ত স্কুটিতে চুমু

চলন্ত স্কুটিতে চুমুতে মত্ত 2 যুবক। আর এই ভিডিওই এখন নেট দুনিয়ায় ভাইরাল। কথায় আছে ভালবাসা কোন বাধা মানে না। আর প্রেমেতে সবই সম্ভব। মাঝে মধ্যে সেই ভালবাসা পাবলিক ফোরামে হলে তা মুহূর্তের মধ্যে শিরোনামে উঠে আসে। এই যেমন দুই যুবক। ঘটনাটি উত্তরপ্রদেশের রামপুরের। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, স্কুটিতে তিন তরুণ বিনা হেলমেটে বসে আছেন। পিছনে যে দুই তরুণ বসে, তাঁদের মধ্যেই জমে উঠেছে প্রেম। চলন্ত স্কুটিতেই একে অপরের ঠোঁটে চুমু খাচ্ছেন। দুই পুরুষ কিংবা দুই মহিলার ভালবাসাকে এখনও ট্যাঁরা চোখে দেখা হয়। এক্ষেত্রেও তার ব্যক্তিক্রম হয়নি। তাই তো দুই তরুণকে এভাবে চুমুতে লিপ্ত হতে দেখে দ্রুত তা ক্যামেরাবন্দি করেছেন পিছনে থাকা এক ব্যক্তি। এর পরই সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়েছে। আর এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। হেলমেট ছাড়া এভাবে স্কুটিতে যাওয়ার পর অনেকেই কটাক্ষ করেছেন দুই তরুণকে। অনেকের আবার দাবি, পিছনের সিটে বসে প্রেম করে সস্তার জনপ্রিয়তা কুড়োতেই এই কাণ্ড ঘটিয়েছেন তাঁরা। পুলিশের নজরে আসতেই স্কুটির নম্বর চিহ্নিত করে দুই যুবকের খোঁজ চালানো হচ্ছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Guys Kiss On Moving Scooty in UP.

Advertisement