Advertisement

Gold Melting ATM: বিশ্বে প্রথম সোনার ATM এ গয়না ফেললেই কড়কড়ে টাকা ঢুকবে অ্যাকাউন্টে!

যে কোনও সময় নদগ টাকা পেতে ATM এর গুরুত্ব অপরিসীম। কারণ ব্যাঙ্কে না গিয়েও শুধুমাত্র ATM Card ব্যবহার করে মেশিন থেকে প্রয়োজন মতো টাকা তুলে নিতে পারেন গ্রাহকরা। আবার অনেক সময় এটিএম কাউন্টারে মেশিনের মধ্যে টাকা জমাও তো দেওয়া যায়। অন্যদিকে মানুষ আবার Gold র মাধ্যমেও Loan নেয়। তবে এবার অভিনব এক মেশিন সামনে এল, যা দেখে চমকে যেতে পারেন আপনিও। China র Shanghai তে একটি ATM দেখা গিয়েছে, যেখানে সরাসরি গয়না রাখতে পারছেন গ্রাহকরা। ইতিমধ্যেই সেই Video Viral হয়েছে Social Media য়। যা দেখে বিভিন্ন মন্তব্যও করেছেন নেটিজেনরা। চলুন সেই ভিডিও দেখে নেওয়া যাক।

Innovative ATM in Shanghai

Advertisement