মহামারীর আবহে দুর্গোত্সব। বিশ্বে হাহাকার। করোনা আক্রান্ত বহু মানুষ হাসপাতালে চিকিত্সাধীন। এ হেন কঠিন সময়েও আলোর দিশা দেখেন কিছু মানুষ। এই ভিডিয়ো তেমনই এক ব্যক্তির। সিএমআরআই হাসপাতালে কোভি ওয়ার্ডে ভর্তি গৌতম সাহা ধরলেন মান্না দে-র গাওয়া সেই বিখ্যাত গান, 'যখন কেউ আমাকে পাগল বলে...'। হাসপাতাল কর্তৃপক্ষের তরফেই ভিডিয়োটি শেয়ার করা হয়। আপাতত তা ভাইরাল। ভিডিও সৌজন্যে- সিএমআরআই