মায়ের ভালবাসার কোনও সীমা নেই। তা মানুষ হোক অথবা অন্য কোনও প্রাণী। সম্প্রতি IFS অফিসার পারভীন কাসওয়ান একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে একটি মা হাতি তার বাচ্চাকে কীভাবে নদীর জলে ডুবে যাওয়া থেকে বাঁচাল। ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের নাগরাকাটার কাছে। ভিডিওতে দেখা যাচ্ছে হাতির একটি পাল নদী পার হচ্ছে। প্রবল স্রোতের জন্য একটি বাচ্চা হাতি মায়ের থেকে দূরে ভেসে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে মা হাতিটি বাচ্চাকে বাঁচাতে ঝাপিয়ে পড়ে। অবশেষে মা আর বাচ্চা দুজনেই জল থেকে ডাঙায় উঠতে পারে। দেখুন বাচ্চাকে বাঁচাতে মা হাতির লড়াই।
Mother elephant saving calf from drowning in river