Advertisement

Viral Video: বিজেপি বিধায়কের রাস্তার আমিষ খাবারের স্টল বন্ধের নির্দেশ, VIRAL VIDEO

রাজস্থানে সদ্য নির্বাচিত বিজেপি বিধায়কের আমিষ দোকান বন্ধের ঘোষণা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। রাজস্থান BJP-র নবনির্বাচিত বিধায়ক বাবা বালমুকুন্দ আচার্যের বিরুদ্ধে সম্প্রতি এমন অভিযোগ উঠেছে। আমিষ খাবারের স্টল জোর করে বন্ধ করতে চাইছেন জয়পুরের হাওয়ামহল আসনের নতুন বিধায়ক । তবে এর পাল্টা দাবিও করছেন অনেকে। মুসলিম সম্প্রদায়ের অনেকেই বলছেন, বাবা বালমুকুন্দ আচার্যের বক্তব্য মোটেও তেমন নয়। এক মুসলিম মহিলা বলেন, 'বালমুকুন্দের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।'মুসলিম সম্প্রদায়ের ওই মহিলা বলেন, 'আমি সমস্ত মুসলিম ভাইদের অনুরোধ করব বালমুকুন্দকে নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে তাতে কান না দিতে। কোনও মাংসের দোকান, হোটেল বা স্টল বন্ধ থাকবে না। তিনি শুধু অবৈধভাবে পরিচালিত দোকানগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

Advertisement
POST A COMMENT