নৌকায় বান্ধবীকে নিয়ে সমুদ্রের ভাসমান আছেন এক ব্যক্তি। এমন মনোরম পরিবেশে বান্ধবীকে তিনি প্রপোজ করতে চান। আর তাই তিনি পকেট থেকে রিং বের করতে যান। কিন্তু রিং বের করতে গিয়ে ফেলে দেন সমুদ্রে। তারপরই ঝাঁপ সমুদ্রে। এরপর কি হল। রিংটি তিনি কি উদ্ধার করতে পেরেছেন। তারপর প্রপোজ কি করতে পেরেছেন। এসব জানার জন্য আপনাকে এই ভিডিওটি দেখতে হবে।
Proposal on boat goes wrong after ring falls into ocean