Advertisement

Viral Sea Lions: স্পিড বোট চড়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে বিশালাকার সি লায়ন

সমুদ্রে কেমন নিশ্চিন্তে স্পিড বোট চড়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে বিশালাকার সি লায়ন দুটি। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও ভাইরাল হয়েছে। বিরাট আকার এই প্রাণী একেবারে যেন শান্ত। কোনও ভয় নেই তার মনে। কেন জানেন? আসলে এই প্রাণী দুটি জলের সঙ্গে খুবই পরিচিত। তাই যখন সমুদ্র তার রণমূর্তি ধারণ করেছে তখন একেবারে শান্ত প্রাণীদুটি শুধুই চারিদিকে বড়বড় চোখ করে দেখছে। তবে কি কারণে তাদের স্পিড বোট করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে সেই বিষয়টি জানা যায়নি। ভাইরাল হওয়া এই ভিডিও দেখে বেশ আনন্দিত পশুপ্রেমীরা। তবে শুধু পশুপ্রেমীরাই নন। কচিকাঁচারাও যেন আনন্দে লুটোপুটি খাচ্ছে এই ভিডিও দেখে। নিশ্চিন্তে যেন জলে চড়ে বেড়াচ্ছে প্রাণী দুটি। আপাতত তারাই যেন মন জয় করে নিয়েছে সকলের।

Sea lions spotted on a boat in US

Advertisement