Advertisement

VIRAL VIDEO: ভাসছে তামিলনাড়ু, বাবার কাঁধে মেয়ে-বালতিতে কুকুর

মিগজাউমের প্রভাবে লাগাতার বৃষ্টিতে পুরো তামিলনাড়ু জলমগ্ন হয়ে গেছে। কোথাও বুক জল আবার কোথাও কোমড় জল। যানবাহন সমস্ত বন্ধ হয়ে গেছে। বেশিরভাগ বাড়ি ডুবে আছে জলে। মানুষ আশ্রয় নিচ্ছে উঁচু জায়গায়। জল ঠেলে হেঁটে চলতে হচ্ছে মানুষকে। কোথাও দেখা যাচ্ছে বাবার কাঁধে চেপে জল পার হচ্ছে কিশোর বা কিশোরী। আবার কোথায় বালতির মধ্যে অবলা পোষ্যকে বালতিতে করে পার করানো হচ্ছে।

Advertisement
POST A COMMENT