Advertisement

Tomato Harvesting: দেখুন কী ভাবে চাষের জমি থেকে টমাটো গুলি গাড়িতে তোলা হচ্ছে

দেখুন ভিডিও-টি একে কি স্মার্ট ওয়ার্ক বললেন? দেখুন কী ভাবে চাষের জমি থেকে টমাটো গুলি গাড়িতে তোলা হচ্ছে। এই ভিডিওটি আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও নতুন করে আবারও ট্রেন্ডিং হয়েছে। এই ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে চাষের জমি থেকে টমাটোগুলি তুলে বড় বড় ঝুড়িতে সাজিয়ে রাখা হয়েছে। এরপরেই এক ব্যক্তি টমাটো ভর্তি ঝুড়িগুলি কায়দা করে উপরের দিকে ছুড়ে দিচ্ছেন আর সেই টমাটো গুলি একেবারে গিয়ে পড়ছে নির্দিষ্ট গাড়িতে। কিন্তু এর পিছনেও রয়েছে বিজ্ঞান। দেখুন টমাটোগুলি গাড়িতে গিয়ে পড়লেও ঝুড়িগুলি কেমন উল্টো দিকে পড়ছে।

tomato harvesting viral video

Advertisement