scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

বাংলাদেশে সংখ্যালাঘুদের ওপর আক্রমণ, প্রতিবাদে ফেটে পড়ল শিলিগুড়ি

ইসকনের প্রতিবাদ
  • 1/9

বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালি সহ একাধিক এলাকার দুর্গামণ্ডপ ও ইসকনে ভাঙচুরের ঘটনার প্রতিবাদ জানিয়ে শিলিগুড়িতে পথে নামলো ইসকনের আবাসিকরা।

ইসকনের প্রতিবাদ
  • 2/9

ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে ইসকন থেকে সংকীর্তন করে পদযাত্রা করে ভক্তরা। এই পদযাত্রার মাধ্যমে ঘটনায় দোষী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি তোলা হয়।

ইসকনের প্রতিবাদ
  • 3/9

বাংলাদেশের নোয়াখালি ইসকন মন্দিরের অগ্নি সংযোগ, ইসকন প্রতিষ্ঠাতার মূর্তি জ্বালিয়ে টাকা লুটপাট, এবং নৃশংসভাবে দুজন ভক্তকে হত্যা করে দুষ্কৃতীরা।

Advertisement
ইসকনের প্রতিবাদ
  • 4/9

পাশাপাশি মা দুর্গা প্রতিমা ভাঙচুরের প্রতিবাদ জানিয়ে শনিবার শিলিগুড়ি ইসকন মন্দিরে প্রাঙ্গণ থেকে কালো মাস্ক পরে শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়ে একটি মিছিলের আয়োজন হয়।

ইসকনের প্রতিবাদ
  • 5/9

এদিন ইসকন মন্দিরে ভক্ত, সাধু, সন্ন্যাসী, সব ধর্মের ভক্তরা হতে প্ল্যাকার্ড নিয়ে তীব্র প্রতিবাদ জানায়। শিলিগুড়ি শহরের ইসকন মন্দির থেকে শুরু হয়ে পদযাত্রা।

ইসকনের প্রতিবাদ
  • 6/9

সেখান থেকে ইস্কন রোড, পায়েল মোড়ে, সেভক রোড, এম বাজার, শিব মন্দির রোড পাঞ্জাবী পাড়া, প্রনামী মন্দির, রোড, পুনরায় ইসকন মন্দির ফিরে আসে ভক্তরা।

ইসকনের প্রতিবাদ
  • 7/9

পাশাপাশি বাংলাদেশের ভীতসন্ত্রস্ত সংখ্যালঘু হিন্দুদের বিশেষ সুরক্ষা, ন্যায়বিচার এবং এই মর্মান্তিক ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

Advertisement
ইসকনের প্রতিবাদ
  • 8/9

এই বর্বরোচিত মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং ন্যায্য বিচার আর্জি জানিয়েছেন। এদিন শিলিগুড়ি ইসকন মন্দিরের সভাপতি অখিল আত্মা প্রিয় দাস বলেন, বাংলাদেশি হিন্দু ভাই-বোনেদের উপরে অত্যাচার হয়েছে।

 

ইসকনের প্রতিবাদ
  • 9/9

তার প্রতিবাদে মহাপ্রভু সংকীর্তন করছি তাদের সুরক্ষার জন্য। যেই দুষ্কৃতীরা এইভাবে অত্যাচার করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই বিচার চাই।

Advertisement