scorecardresearch
 
উত্তরবঙ্গ

দার্জিলিং যেতে বাড়তি ভাড়ার সিদ্ধান্ত গাড়িচালকদের, প্রশাসন নীরব, পর্যটক হয়রান

ধর্মঘট উঠলেও ভাড়া বাড়িয়ে দেওয়া হল
  • 1/9

ভাড়া বৃদ্ধির দাবিকে অব্যাহত রেখে আপাতত আন্দোলনকে স্থগিত করল তরাই চালক সংগঠন। তবে সরকারি ভাবে এখনও ভাড়া বাড়ানো না হলেও দার্জিলিংয়ের যাত্রীদের কাছ থেকে ২৫০ টাকা ভাড়া নিচ্ছে চালকরা।

ধর্মঘট উঠলেও ভাড়া বাড়িয়ে দেওয়া হল
  • 2/9

ফলে দার্জিলিং যাওয়ার জন্য ছোটো গাড়ি মিললেও এখন বাড়তি খরচ করতে হবে পর্যটকদের। তবে ভাড়া বৃদ্ধির দাবিতে মঙ্গলবার রাজ্যের পরিবহণ মন্ত্ৰীকে চিঠি দিল তরাই চালক সংগঠন। 

ধর্মঘট উঠলেও ভাড়া বাড়িয়ে দেওয়া হল
  • 3/9

দার্জিলিং ও শিলিগুড়ির এবং মিরিকের মধ্যে চলাচলকারী ছোটো গাড়ি গুলির ভাড়া বৃদ্ধির দাবিতে গতকাল একদিনের কর্মবিরতি করে সম্মেলন করেছিল চালকরা। যার জেরে গতকাল সারা দিন চরম হয়রানির মুখে পড়তে হয়েছিল পাহাড়ে আসা পর্যটকদের।

ধর্মঘট উঠলেও ভাড়া বাড়িয়ে দেওয়া হল
  • 4/9

পাশাপাশি যে সমস্ত পর্যটকরা ভ্রমণ সেরে শিলিগুড়ির ফিরতে চেয়েছিল তাদেরও গাড়ির অভাবে একটাই সমস্যায় পড়তে হয়। তবে মঙ্গলবার তরাই চালক সংগঠনের তফরে তাদের কর্মবিরতি তুলে নিলেও ভাড়া বৃদ্ধির দাবিতে অনড় থাকবে বলে জানিয়ে দেয়।

ধর্মঘট উঠলেও ভাড়া বাড়িয়ে দেওয়া হল
  • 5/9

এদিন সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের ভাড়া ভাড়ানোর জন্য শিলিগুড়ির মহকুমাশাসকে স্মারকলিপি দেওয়া হয়। একইসঙ্গে ভাড়া বৃদ্ধির দাবিতে রাজ্যের পরিবহন মন্ত্রীকে স্মারকলিপি পাঠানো হয় । 

ধর্মঘট উঠলেও ভাড়া বাড়িয়ে দেওয়া হল
  • 6/9

প্রসঙ্গত বর্তমানে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের চকবাজার পর্যন্ত ৮০ কিলোমিটারের জন্য রাজ্য পরিবহণ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী ছোটো গাড়ির ভাড়া রয়েছে ১৩০ টাকা।

ধর্মঘট উঠলেও ভাড়া বাড়িয়ে দেওয়া হল
  • 7/9

তবে এই ভাড়ার নির্দেশিকা ২০১২ সালের। চালকদের দাবি এই ভাড়া বাড়িয়ে ২৫০ টাকা করা হোক। কারন এই মুহূর্তে ডিজেল ও গাড়ির  সরঞ্জামের দাম বৃদ্ধি পেয়েছে। 

ধর্মঘট উঠলেও ভাড়া বাড়িয়ে দেওয়া হল
  • 8/9

এদিন সংবাদমাধ্যমে তরাই চালক সংগঠনের সম্পাদক মেহবুব খান বলেন, আপাতত আমাদের ভাড়া বৃদ্ধির দাবিতে চলা আন্দোলনকে স্থগিত রেখে গাড়ি পরিষেবা স্বভাবিক রয়েছে। তবে আমাদের যে ভাড়া বৃদ্ধির দাবি রয়েছে সেই দাবি আমাদের জারি থাকবে।

 

ধর্মঘট উঠলেও ভাড়া বাড়িয়ে দেওয়া হল
  • 9/9

এই দাবিতে ইতিমধ্যে শিলিগুড়ি মহকুমা শাসক, জেলার RTO এবং রাজ্যের পরিবহনমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়েছে। রাজ্য সরকার ভাড়া বৃদ্ধি না করলে আগামী দিনে পরিষেবা দেওয়া দুষ্কর হয়ে উঠবে। এদিন তিনি আরও বলেন, বর্তমানে যাত্রীরা 250 টাকা করে ভাড়া দিতে রাজি রয়েছে শুধু সরকারের ভাড়ার তালিকা এই দাম বৃদ্ধি করা দরকার।