scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Updates : শীত অতীত, ফের রাজ্য়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, জানাল আলিপুর

Weather Updates West Bengal and Kolkata on 30 November IMD predicts formation of depression in Andaman Sagar abk one
  • 1/10

Weather Updates: আগামী ২ ডিসেম্বর পর্যন্ত কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ প্রধানত পরিষ্কার ও শুষ্ক থাকবে রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই। আগামী দিন দুয়েক এমনই থাকবে। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তারা আরও জানাচ্ছে, তারপর দু'দিন পর থেকে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।

Weather Updates West Bengal and Kolkata on 30 November IMD predicts formation of depression in Andaman Sagar abk two
  • 2/10

দু-একদিন এখন যে রকম ঠান্ডা রয়েছে, সেই রকম ঠান্ডা থাকবে। তবে তাপমাত্রা বাড়তে শুরু করবে। ফলে ঠান্ডা একটু কমবে ৩ ডিসেম্বর নাগাদ।

Weather Updates West Bengal and Kolkata on 30 November IMD predicts formation of depression in Andaman Sagar abk three
  • 3/10

দুই ২৪ পরগণা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রামের কিছুটা এবং হাওড়া- এই অঞ্চলগুলির উপর হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আরও পড়ুন: PWD ইঞ্জিনিয়ারের বাড়িতে জলের বদলে বেরোচ্ছে টাকা! মাথায় হাত দুর্নীতি দমন শাখার

Advertisement
Weather Updates West Bengal and Kolkata on 30 November IMD predicts formation of depression in Andaman Sagar abk four
  • 4/10

এবং ৪ ডিসেম্বরের পর থেকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ একটু বাড়বে।

Weather Updates West Bengal and Kolkata on 30 November IMD predicts formation of depression in Andaman Sagar abk five
  • 5/10

আন্দামান সাগরে আজ অর্থাৎ ৩০ ডিসেম্বর নাগাদ একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এই নিম্নচাপটি প্রথমে পশ্চিম এবং পূর্ব-পশ্চিম দিকে এগিয়ে একটু ক্ষমতা বাড়িয়ে সমুদ্রের ওপরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Weather Updates West Bengal and Kolkata on 30 November IMD predicts formation of depression in Andaman Sagar abk six
  • 6/10

ফলে আন্দামানে ৩০ নভেম্বর এবং ১-২ ডিসেম্বর- এই তিনদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা থাকছে। ফলে আন্দামানের ফেরি সার্ভিসে বিঘ্ন ঘটতে পারে। 

Weather Updates West Bengal and Kolkata on 30 November IMD predicts formation of depression in Andaman Sagar abk seven
  • 7/10

পশ্চিমবঙ্গ থেকে যাঁরা বেড়াতে যান, তাঁদের জন্য বলা হচ্ছে ৩০ নভেম্বর এবং ১-২ ডিসেম্বর আন্দামানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। 

Advertisement
Weather Updates West Bengal and Kolkata on 30 November IMD predicts formation of depression in Andaman Sagar abk eight
  • 8/10

এবং ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কোনও জায়গায় কোনও সতর্কতা নেই এখনও পর্যন্ত। ৪ তারিখ পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে।

Weather Updates West Bengal and Kolkata on 30 November IMD predicts formation of depression in Andaman Sagar abk nine
  • 9/10

আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে? আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়ায়। যা স্বাভাবিক। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

Weather Updates West Bengal and Kolkata on 30 November IMD predicts formation of depression in Andaman Sagar abk ten
  • 10/10

দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলা শুষ্ক প্রকৃতির থাকার সম্ভাবনা রয়েছে। আগামী কয়কেদিন সেখানে এমন থাকতে পারে বলে পূর্বাভাস।

Advertisement