scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

ভুটান পাহাড়ে ভারী বর্ষণ, জলের তলায় আলিপুরদুয়ার-শিলিগুড়ি-ফালাকাটার রাজ্য সড়ক

সড়তে জল, আতঙ্কে রাত কাটছে না, এলাকাবাসীর
  • 1/10

ভুটান পাহাড়ে লাগাতার ভারী বর্ষনের জেরে জলের তলায় আলিপুরদুয়ার, শিলিগুড়ির যোগাযোগের পথে ফালাকাটার রাজ্য সড়কের চরতোর্ষা সেতুর ডাইভারশন।
 

সড়তে জল, আতঙ্কে রাত কাটছে না, এলাকাবাসীর
  • 2/10

আলিপুরদুয়ার জেলা সদর থেকে যাত্রীদের ফালাকাটা যেতে হচ্ছে ঘুরপথে কোচবিহারের পুণ্ডিবাড়ি ও ঘোকসাডাঙা দিয়ে। আর ঘুরপথে রাস্তা দিয়ে যাওয়ার জন্য সরকারি বেসরকারি বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে নিত্যযাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

সড়তে জল, আতঙ্কে রাত কাটছে না, এলাকাবাসীর
  • 3/10

যদিও বেসরকারি বাস মালিক সংগঠনগুলি অতিরিক্ত রাস্তার জন্য বাড়তি ভাড়া নেওয়ার কথা অস্বীকার করেছে। তবে সরকারি বাসে ফালাকাটা যেতে অতিরিক্ত রাস্তার জন্য অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

Advertisement
সড়তে জল, আতঙ্কে রাত কাটছে না, এলাকাবাসীর
  • 4/10

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম(এনবিএসটিসি)-এর নতুন চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার কথা এখনও তাঁকে কেউ জানায়নি। আরটিওদের কাছে এবিষয়ে খোঁজ নিচ্ছি। যদিও  জ্বালানির মাত্রাতিরিক্ত দাম বৃদ্ধির বিষয়টিও আমাদের মাথায় রাখতে হচ্ছে।

সড়তে জল, আতঙ্কে রাত কাটছে না, এলাকাবাসীর
  • 5/10

আলিপুরদুয়ার-ডুয়ার্স মোটর ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গোপাল চক্রবর্তী বলেন, আমরা কিন্তু অতিরিক্ত রাস্তার জন্য বাড়তি ভাড়া নিচ্ছি না। সরকার আমাদের স্পষ্ট বলে দিয়েছে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। তাছাড়া, করোনার জন্য মাত্র ৫০ শতাংশ গাড়ি চালাচ্ছি আমরা।

সড়তে জল, আতঙ্কে রাত কাটছে না, এলাকাবাসীর
  • 6/10

চর তোর্সা নদীর জল বেড়ে যাওয়ায় শুক্রবার ফালাকাটা ঢোকার মুখে ৩১ নম্বর জতীয় সড়কে চার বছর আগে ভেঙে যাওয়া চর তোর্সা নদীর উপর সেতুর পাশে ডাইভারশনটি ডুবে যায়। তাই শুক্রবার থেকে সোনাপুর-ফালাকাটা ৩১ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে।

সড়তে জল, আতঙ্কে রাত কাটছে না, এলাকাবাসীর
  • 7/10

আলিপুরদুয়ার থেকে সরকারি ও বেসরকারি বাস সহ বিভিন্ন যানবাহন সোনাপুর দিয়ে কোচিবিহারের পুণ্ডিবাড়ি ও ঘোকসাডাঙা হয়ে ঘুরপথে অতিরিক্ত ২৫ কিমি রাস্তা দিয়ে তবেই ফালাকাটা যাচ্ছে। নিত্যযাত্রীদের অভিযোগ, ফালাকাটা যেতে অতিরিক্ত এই রাস্তার জন্য যেমন তাঁদের সময়ের অপচয় হচ্ছে তেমনি বাড়তি ১৫ টাকা ভাড়াও গুনতে হচ্ছে।

Advertisement
সড়তে জল, আতঙ্কে রাত কাটছে না, এলাকাবাসীর
  • 8/10

শনিবার এনবিএসটিসি’র আলিপুরদুয়ার ডিপোতে দাঁড়িয়ে ওই রুটের নিত্যযাত্রী অজয় রায় সরকার বলেন, ব্যক্তিগত কাজে আমাকে রোজ ফালাকাটা যেতে হয়। কিন্তু এখন বাড়তি রাস্তার জন্য যেমন অতিরিক্ত সময় নষ্ট হচ্ছে তেমনি অতিরিক্ত ভাড়াও দিতে হচ্ছে। সড়তে জল, আতঙ্কে রাত কাটছে না, এলাকাবাসীর।

সড়তে জল, আতঙ্কে রাত কাটছে না, এলাকাবাসীর
  • 9/10

একই অভিযোগ অন্যান্য নিত্যযাত্রীদেরও। এক নিত্যযাত্রীর কথায়, এমনিতেই করোনার জন্য রাস্তায় বেসরকারি বাস কম চলার দরুন ভোগান্তি পোহাতে হচ্ছে। তার উপর অতিরিক্ত রাস্তা যেতে ও বাড়তি ভাড়ার জন্য আরও বেশী করে ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষকে।

 

সড়তে জল, আতঙ্কে রাত কাটছে না, এলাকাবাসীর
  • 10/10

চার বছর আগে ফালাকাটার কালীকাপুরে চর তোর্সা সেতু জলের তোড়ে উড়ে যায়। সেই থেকে ভাঙা সেতু পাশে অস্থায়ী ডাইভারশন দিয়ে এতদিন যান চলাচল করত। শুক্রবার সেই ডাইভারশনও জলে ডুবে যায়। ফলে শুক্রবার থেকে সোনাপুর-ফালাকাটা ৩১ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে আছে।

Advertisement