পরীক্ষা নয়,পাশ করাতে হবে। এই দাবি তুলে স্কুলে রাস্তার সামনে বসে বিক্ষোভ দেখালো ছাত্রী ও তাদের অভিভাবকরা। শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড়ের রামকৃষ্ণ সারদামনি বিদ্যাপীঠের সামনে রাস্তায় অবরোধ করে ছাত্রীদের বিক্ষোভ এর জেরে দীর্ঘক্ষন ওই পথ বন্ধ হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা এসে ছাত্রীদের সাথে কথা বললেও নিজের দাবিতে অনড় ছিল বিক্ষোভরত ছাত্রীরা।
করোনার জেরে রাজ্যে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা না হলেও মূল্যায়নের ভিত্তিতে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক কাউন্সিল।
তবে এই ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্য জুড়ে অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা পাশের দাবিতে বিক্ষোভ চলছে। একই ভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্রীদের অবিলম্বে পাস করার দাবি তুলে শিলিগুড়ি পানিট্যাঙ্কি মোড়ের রামকৃষ্ণ সারদামনি বিদ্যাপীঠের সামনে পথ অবরোধ করে রাস্তায় বসে বিক্ষোভ দেখাল ছাত্রীরা।
ছাত্রীদের দাবি, প্রাক্টিক্যাল পরীক্ষায় ছাত্রীদের স্কুল থেকে কম নম্বর দেওয়ার কারণেই তাদের এই ফলাফল। তাই অবিলম্বে তাদেরকে পাশ করাতে হবে।
এদিন দীর্ঘক্ষণ ছাত্রীদের বিক্ষোভের জেরে ওই রাস্তায় যানজট সৃষ্টি হলে ঘটনাস্থলে আসে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। যদিও পুলিশ দীর্ঘক্ষণ ছাত্রীদের আবেদন-নিবেদন করলেও তারা নিজের দাবিতে অনড় ছিল।
একইসঙ্গে ঘটনার খবর পেয়ে ছাত্রীদের সাথে কথা বলতে আসেন স্কুলের প্রধান শিক্ষিকা বনানী চক্রবর্তী। তিনি বিষয়টি নিয়ে ছাত্রীদের বলেন তাদের দাবি সম্বলিত একটি অভিযোগপত্র স্কুলে দিলে স্কুলের তরফে কাউন্সিলে জানান হবে বিষয়টি। তবে প্রধান শিক্ষিকার দাবি মানতে নারাজ বিক্ষোভরত ছাত্রীরা।
এক ছাত্রী রিম্পা পাল জানান, করোনার জেরে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি। সরকারের তরফে বলা হয়েছিল সকলকে পাশ করানো হবে। তবে কীভাবে এই ফলাফল হল? আসলে স্কুল প্র্যাকটিক্যাল পরীক্ষায় নম্বর কম দেওয়ার কারনে তারা অনুর্ত্তীণ। অবিলম্বে সকলকেই পাশ করাতে হবে। অন্যদিকে এই প্রসঙ্গে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বনানী চক্রবর্তী বলেন, ছাত্রীদের দাবিগুলি নিয়ে একটি লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি কাউন্সিলে জানানো হবে।