scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

Sitrang Impact On North Bengal Districts: উত্তরবঙ্গে সিতরাংয়ের প্রভাবে কী হতে পারে? পূর্বাভাস

সিতরাংয়ের প্রভাব উত্তরবঙ্গে
  • 1/8

Sitrang Impact On North Bengal Districts: সিতরাং ইতিমধ্যেই সমুদ্রে পাক খাওয়া শুরু হয়েছে। নিম্নচাপ ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। তা রবিবার থেকে দাপট দেখানো শুরু করবে। ইতিমধ্যেই রাজ্যে সরকার সতর্কতা নেওয়া শুরু করেছে। তার মধ্যে আশঙ্কিত উত্তরবঙ্গবাসীও।

সিতরাংয়ের প্রভাব উত্তরবঙ্গে
  • 2/8

সমুদ্র উপকূলে আছড়ে পড়ার পর কী উত্তরের দিকে ধেয়ে আসবে সাইক্লোনটি? সকলের মনে এখন এই প্রশ্ন। কারণ দুর্গাপুজো, লক্ষ্মীপুজো ভুগিয়েছে আবহাওয়া। বৃষ্টির মধ্যেই কেটেছে গোটা পুজো।

সিতরাংয়ের প্রভাব উত্তরবঙ্গে
  • 3/8

সব কিছু ঠিক থাকলে সোমবার থেকেই কালীপুজো উপলক্ষে পথে নামবে জনতা। এবার যদি ফের সিতরাংয়ের কল্যাণে দুর্যোগ শুরু হয়, তাহলে পুরো বছরের সব উৎসবই মাঠে মারা যাবে।

Advertisement
সিতরাংয়ের প্রভাব উত্তরবঙ্গে
  • 4/8

শনিবার আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৪ অক্টোবর সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। 

সিতরাংয়ের প্রভাব উত্তরবঙ্গে
  • 5/8

সর্বত্রই আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আগামী ৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দিন এবং রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

সিতরাংয়ের প্রভাব উত্তরবঙ্গে
  • 6/8

দার্জিলিং, কালিম্পং জেলার পাহাড়ে তাপমাত্রা দিনের বেলায় ১১-১২ ডিগ্রি থাকলেও রাতে  ১০ ডিগ্রির নীচে চলে আসতে পারে। সারাদিনই হালকা শীতের আমেজ মিলবে।

সিতরাংয়ের প্রভাব উত্তরবঙ্গে
  • 7/8

পাহাড় থেকে সমতল রবিবারও আকাশ থাকবে ঝকঝকে। এমনকী এতটাই যে উত্তরবঙ্গ থেকে তো বটেই সীমান্তবর্তী বাংলাদেশ থেকেও পরিষ্কার দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা।

 

Advertisement
সিতরাংয়ের প্রভাব উত্তরবঙ্গে
  • 8/8

বলা হয়েছে সোমবার পর্যন্ত কোনও রকম আশঙ্কা নেই। ফলে আপাতত নিশ্চিন্ত। তবে আবহাওয়ার দিকে নজর থাকবে উত্তরবঙ্গবাসীর। কারণ সামান্য হলেও ইঙ্গিত রয়েছে মঙ্গলবার কিছুটা হলেও বৃষ্টি হতে পারে। ফলে এখন পরের দুদিনের পূর্বাভাসে নজর সকলের।

Advertisement