scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

কুমেদপুরে Stopage-এর দাবি স্টেশনে স্থানীয়দের অনির্দিষ্টকালের বিক্ষোভ

কুমেদপুরে স্থানীয়দের বিক্ষোভ
  • 1/8

মালদার কুমেদপুর স্টেশনে ট্রেনের স্টপেজের দাবিতে গ্রামবাসীদের অবস্থান বিক্ষোভ। ব্যানার প্লার্কাড হাতে নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। গণ স্বাক্ষর সম্বলিত একটি দাবিপত্র প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে পাঠিয়েছেন তারা। দাবি না মানা পর্যন্ত অনির্দৃষ্ট কালের জন্য এই বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারী গ্রামবাসীরা।

 

কুমেদপুরে স্থানীয়দের বিক্ষোভ
  • 2/8

প্রসঙ্গত, একমাস আগে এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে মালদার কুমেদপুর স্টেশন ম্যানেজারের দপ্তরের সামনে ধর্নায় বসে গ্রামের বাসিন্দারা। সেই সময় পাঁচ দিন ধরে এই অবস্থান বিক্ষোভ চলার পর উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আধিকারিকরা আলোচনায় বসে বিক্ষোভকারী গ্রামবাসীদের সঙ্গে।

কুমেদপুরে স্থানীয়দের বিক্ষোভ
  • 3/8

মালদা কাটিহার মধ্যে প্যাসেঞ্জার ট্রেন চালু ও এক্সপ্রেস ট্রেন চালু সহ কুমেদপুর স্টেশনে স্টপেজ দাবি জানানো হয়। রেল আধিকারিকদের পক্ষ থেকে বলা হয় অবিলম্বে যোগবানী, উত্তরবঙ্গ, হাটে বাজারে, ক্যাপিটাল এক্সপ্রেসের স্টপেজ আগামী ১০ দিনের মধ্যে চালু করা হবে। অদ্ভুত ভাবে দেখা যায় এক মাস পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি মানা হয়নি বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ।

Advertisement
কুমেদপুরে স্থানীয়দের বিক্ষোভ
  • 4/8

বারবার রেল কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সুরাহা না হয় তারা পুনরায় কুমেদপুর জংশনে পূর্বের এক্সপ্রেস ট্রেন গুলি স্টপেজের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসেছেন। পাশাপাশি গ্রামবাসীদের গণস্বাক্ষর সম্বলিত দাবিপত্র প্রধানমন্ত্রীও রেলমন্ত্রীকে পাঠানো হয়েছে।

কুমেদপুরে স্থানীয়দের বিক্ষোভ
  • 5/8

গ্রামের বাসিন্দারা জানান, করোনা আবহের কারণে অনেকেই কাজ হারিয়েছে। বর্তমানে তারা বিভিন্ন জায়গায় অল্প অল্প করে কাজে যোগদান করছেন। সে ক্ষেত্রে তাদের যাতায়াতের জন্য ঘুরপথে যাওয়ার জন্য প্রচুর টাকা খরচ হচ্ছে। এই নিয়ে দীর্ঘদিন ধরে কুমেদপুর স্টেশন সহ কাটিহার ও মালদা ডিভিশনের উচ্চপদস্থ আধিকারিককে বারবার এই বিষয়ে স্মারকলিপি দিয়েছি।

কুমেদপুরে স্থানীয়দের বিক্ষোভ
  • 6/8

এলাকার সংসদ বিষয়ক কেউ জানানো হয়েছে কিন্তু কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়েছি আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসে আছি। এই বিষয়ে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি পত্র পাঠিয়েছি। সাদলিচক অঞ্চলের বিকাশ সমিতির সম্পাদক রফিকুল আলম জানান, মালদার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের বহু মানুষ এই রেলস্টেশনের ওপর নির্ভর করে।

কুমেদপুরে স্থানীয়দের বিক্ষোভ
  • 7/8

চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে শিলিগুড়ি,কাটিহার,মালদা যেতে একমাত্র ভরসা কুমেদপুর স্টেশন। করোনা আবহে কুড়ি মাস পার হয়েছে এখনও পর্যন্ত আমরা আগের এক্সপ্রেস মেল ট্রেন গুলির স্টপেজ পাচ্ছি না। স্পেশাল ট্রেনের নাম দিয়ে চলছে। কি কারণে আমাদের বঞ্চিত করা হচ্ছে আমরা বুঝতে পারছি না।

 

Advertisement
কুমেদপুরে স্থানীয়দের বিক্ষোভ
  • 8/8

রেল কর্তৃপক্ষের মিথ্যা প্রতিশ্রুতি কেন তারা বারবার দিচ্ছেন আমরা বুঝতে পারছি না। আমাদের এই ধরণা অবস্থান-বিক্ষোভ অনির্দিষ্টকালের জন্য চলবে যতদিন এর সুরাহা না হবে। রেল আধিকারিক সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে বিভিন্ন স্টেশনে স্টপেজের জন্য উচ্চপদস্থ আধিকারিকদের কাছে জানানো হয়েছে।

Advertisement