উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে এই নিম্নচাপটি তৈরি হয়েছে। যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আগামী তিন-চার দিন।
হাওয়া অফিস বলছে উপকূলবর্তী জেলাগুলিতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। বেশি বৃষ্টি হবে ৭ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার। উপকূলীয় জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর,ঝারগ্রামে বৃষ্টি বেশি হবে।
৮ সেপ্টেম্বর বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের দু-একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গলবার উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে। দার্জিলিং ও কালিম্পংয়ের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
৮ সেপ্টেম্বর বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।