scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

শিলিগুড়িতে তৃণমূলের বিরুদ্ধে ভ্য়াকসিন নিয়ে দলবাজি ও দুর্নীতির অভিযোগ বামেদের

ভ্যাকসিন নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দলবাজির অভিযোগ বামেদের
  • 1/10

ভ্যাকসিন নিয়ে দলবাজি,পুর পরিষেবা ব্যাহত, সহ একাধিক দাবি নিয়ে শুক্রবার আন্দোলনে সরব হয় পুরসভার বামপন্থী কাউন্সিলররা। এদিন বাম দলনেতা নুরুল ইসলামের নেতৃত্বে দাবি সম্মেলিত স্মারকলিপি কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়ার হাতে তুলে দেওয়া হয়।

ভ্যাকসিন নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দলবাজির অভিযোগ বামেদের
  • 2/10

বেঁধে দেওয়া হয় সাত দিনের সময়সীমা। দাবি পূরণ না হলে শুধু আন্দোলনই নয়, প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেন বাম কাউন্সিলারা।

ভ্যাকসিন নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দলবাজির অভিযোগ বামেদের
  • 3/10

শিলিগুড়ি পুরনিগমের নির্বাচিত বোর্ডের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কয়েক মাস কেটে গেলেও এখনও নির্বাচনের কোনও প্রক্রিয়া শুরু করেনি রাজ্য সরকার।

Advertisement
ভ্যাকসিন নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দলবাজির অভিযোগ বামেদের
  • 4/10

বর্তমানে শিলিগুড়ি পুরনিগমে প্রশাসক বসিয়ে পুরসভা পরিচালনা করছে সরকার। বিধানসভা নির্বাচনের আগে অশোক ভট্টাচার্যকে প্রশাসক বোর্ডের চেয়ারম্যান করে পুরসভা চললে বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় জন প্রতিনিধিদের সরিয়ে দেয় কমিশন।

ভ্যাকসিন নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দলবাজির অভিযোগ বামেদের
  • 5/10

এরপর বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর গৌতম দেবকে চেয়ারম্যান করে শিলিগুড়ি পুরনিগমের চালাচ্ছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন পুরসভায় সংবিধান মেনে পুর প্রশাসক বোর্ড বসালেও শিলিগুড়ির ক্ষেত্রে তা ব্যাতিক্রমী।

ভ্যাকসিন নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দলবাজির অভিযোগ বামেদের
  • 6/10

অনৈতিকভাবে কিছু তৃণমূলের সদস্যদের পুর প্রশাসক মন্ডলীতে বসিয়ে পুরসভা চালাচ্ছে রাজ্য সরকার। ফলে অনভিজ্ঞতার জন্য ব্যহত হচ্ছে পুর পরিষেবা। ভাতা থেকে বঞ্চিত হচ্ছে শহরের গরিব মানুষ।

ভ্যাকসিন নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দলবাজির অভিযোগ বামেদের
  • 7/10

এমনই অভিযোগ এনে এবার পথে নামল বাম কাউন্সিলররা। শুক্রবার বামেদের দলনেতা নুরুল ইসলামের নেতৃত্বে বাম কাউন্সিলররা বর্তমান পুরবোর্ডের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে শিলিগুড়ি পুরনিগমের কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়াকে একটি স্মারকলিপি তুলে দেন।

Advertisement
ভ্যাকসিন নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দলবাজির অভিযোগ বামেদের
  • 8/10

এই স্মারকলিপি তুলে দেওয়ার পর সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয় পুরনিগমকে। যদি অবিলম্বে এই সমস্যার সমাধান না হয় তবে আন্দোলনের পাশাপাশি আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেয় বাম কাউন্সিলররা।

ভ্যাকসিন নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দলবাজির অভিযোগ বামেদের
  • 9/10

এদিন বাম দলনেতা নুরুল ইসলাম বলেন, ভ্যাকসিন নিয়ে শুধু দলবাজি নয় দুর্নীতি হচ্ছে। যার ফলে সাধারণ মানুষ ভ্যাকসিন থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে সকলকে ভ্যাকসিন দিতে হবে । গরীব মানুষেদের পাট্টা বিতরন সহ সমস্থ ভাতা দ্রুত প্রদান করতে হবে । যদি এই দাবি গুলি না মানা হয়, তবে  পুরসভার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন তাঁরা। একই সঙ্গে তিনি বর্তমানে পুরবোর্ডকে ব্যঙ্গ করে বলেন লড়কা ফেল হো গয়া।

 

ভ্যাকসিন নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দলবাজির অভিযোগ বামেদের
  • 10/10

অন্যদিকে বামপন্থীদের তোলা দাবিকে কটাক্ষ করে বর্তমান পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব  বলেন, নেগেটিভ এবং নেগেটিভে পজিটিভ হয়। বামপন্থীদের নেগেটিভ মনোভাবে সব কিছু পজিটিভ হবে। এমনিতেই বামপন্থীরা উঠে গিয়েছে। তবে আমরা চাইনা বামপন্থা উঠে যাক।

Advertisement