শিলিগুড়িতে সার্বিক টিকাকরণের জোর। স্বাস্থ্য দপ্তরে তরফ থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব এর মাধ্যমে টিকার ব্যবস্থা করা হচ্ছে।
শনিবারও একাধিক জায়গায় টিকাকরণ শিবির চালু করা হয়েছে শিশু থেকে বৃদ্ধ মহিলা থেকে বাচ্চা সকলেরই সব বয়সীদের টিকাকরণের বন্দোবস্ত করা হচ্ছে।
শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে ২৯ নং ওয়ার্ডের ২ নং শিশু বিদ্যালয়ে ১২ বছর অবধি শিশুর মায়েদের এবং ৪৫ বছরের উর্ধ্বে নাগরিকদের করোনা টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়।
অন্যদিকে শিলিগুড়ির আর্য সমিতির উদ্যোগে এবং শিলিগুড়ি তরাই লায়ন্স ব্লাড সেন্টারের সহযোগিতায় দেশবন্ধু পাড়া আর্য সমিতি প্রাঙ্গণে ১৮ বছরের উর্ধ্বে নাগরিকদের করোনা টিকাকরণ শিবিরের আয়োজন করা হয় ।
টিকাকরণ প্রক্রিয়া শুরুর পর বিভিন্ন সংস্থার টিকাকরণ ঘুরে দেখেন শিলিগুড়ির প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।
শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে ৩৩ নং ওয়ার্ডের নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে ১২ বছর অবধি শিশুর মায়েদের এবং ৪৫ বছরের উর্ধ্বে নাগরিকদের করোনা টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়েছিল।
সেখানেও সপার্ষদ ঘুরে আসেন প্রাক্তন মন্ত্রী। আগামীতে এমন টিকাকরণ শিবির আরও আয়োজন করতে পুরনিগমের তরফে উৎসাহ দেওয়া হবে।