Bengal Rain Updates: রাজ্যে টানা কয়েকদিন বৃষ্টি হতে পারে। আগামী পাঁচ দিন দুই বঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার এমনই সম্ভাবনার কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। ৮ অগাস্টের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।
এর পাশাপাশি তারা জানিয়েছে, উত্তরবঙ্গের ভারী বৃষ্টি যেমন চলছিল, সেটা কমে গিয়েছে। এখন যেটা চলবে সেটা হল হালকা থেকে মাঝারি বৃষ্টি।
উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় ৩ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সেগুলো হল দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি। বিক্ষিপ্ত ভাবে সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি আর কোথাও এখনও পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি। তা কখনও স্পেল বেশি বড় হবে না। ছোট ছোট স্পেল হবে। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান।
তবে তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না।
আরও পড়ুন: ইতিহাসে কেরলের কুম্বালাঙ্গি! দেশের প্রথম স্যানিটারি ন্যাপকিন-মুক্ত গ্রাম
আরও পড়ুন: উপাচার্যকে কটূক্তি, মিউজিক থেরাপি নিয়ে গুচ্ছ বিধিনিষেধ বিশ্বভারতীর
আরও পড়ুন: 'নিরুদ্দেশ' বিরিয়ানির হাঁড়ি, খুঁজতে গিয়ে 'কিডন্যাপ' যুবক!
৮ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলের এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। সেটা আগামী এক-দুদিনে আরও ভাল ভাবে বলা যাবে।
আগামী ৪৮ ঘন্টা মূলত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আকাশ মেঘলা থাকবে।
দক্ষিণবঙ্গে ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ৮ তারিখের পর অর্থাৎ সোমবারের পর থেকে উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা জোরালো হতে চলেছে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।
অগাস্ট মাস জুড়ে দুই বঙ্গে বৃষ্টির পরিমাণ সাধারণ থেকে সাধারণের নীচে থাকতে পারে। এবং উত্তরবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু বেশি থাকবে।
অগাস্টে উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।