জুন মাস থেকে শুরু করে অক্টোবরে দুর্গাপুজো পর্যন্ত টানা বৃষ্টিপাত ঘটিয়ে উত্তরবঙ্গে আপাতত ক্ষান্ত দিয়েছে বৃষ্টি। কয়েক দিন ধরেই তাই মালুম হচ্ছে ঋতু পরিবর্তনের আভাস। সবে মাত্র নতুন আবহাওয়ায় থিতু হওয়ার জোগাড় করছিল উত্তরবঙ্গবাসী এরই মধ্যে নতুন করে সিত্রাংয়ের আভাস।
রাজ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় সিত্রাং। কোথায় কোথায় কীরকম প্রভাব তা জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে। যা ২৩ অক্টোবর নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানানো হয়েছে।
২৪ অক্টোবর নাগাদ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এই নিম্নচাপ। এর মধ্যে ২৪ অক্টোবরই কালীপুজো। ফলে আলোর উৎসব কিংবা তার পরে তা উপকূলে আঘাত হানতে পারে বলে জানানো হয়েছে। যা নিয়ে উদ্বেগে উত্তরবঙ্গও।
তবে আপাতত আগামী দু-তিন দিন উত্তরবঙ্গের আবহাওয়া যেমন আছে তেমনই থাকবে। অর্থাৎ না তাপমাত্রা বাড়বে না কোনও বৃষ্টির বৃষ্টির পূর্বাভাস।
এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২২ অক্টোবর শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সর্বত্রই আবহাওয়া শুকনো থাকবে।
উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আপাতত জেলাগুলিতেও তাপমাত্রা পরিবর্তনেরও কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। তবে বাতাসে শিরশিরে ভাব ঢুকে পড়েছে।
আবহাওয়া দপ্তরের দেওয়া রিপোর্ট অনুযায়ী, ২৪ তারিখ বেলার দিকে বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে তাও খুব বেশি নয় বলেই মনে করা হচ্ছে