বঙ্গোপসাগরে (Bay Of Bengal) সৃষ্টি হয়েছে নিম্নচাপ (Low Pressure), যা ২৪ তারিখ নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর জানায়, পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিলেও, উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আজ একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে।
এটি পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২২ তারিখ নাগাদ গভীর নিম্নচাপে (Deep Depression) পরিণত হবে।
এরপর ২৩ নাগাদ সেটি পরিণত হবে অতি গভীর নিম্নচাপে। ২৪ তারিখ নাগাদ তা ঘূর্ণিঘড়ে (Cyclone) পরিণত হবে। ২৫ তারিখ নাগাদ সেটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের কাছে আসবে। তবে তখনও সেটি সমুদ্রেই থাকবে।
আরও পড়ুন - ঘুমিয়েও হু হু করে কমতে পারে ওজন, শুধু মানতে হবে এই ৩ নিয়ম
এর ফলে ২৪ ও ২৫ তারিখ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। বিক্ষিপ্তভাবে ২-১ জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।