scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

রেললাইন ছুঁয়েছে জল, বাতিল, রুট বদল একাধিক ট্রেনের

বিঘ্নিত ট্রেন চলাচল
  • 1/10

গঙ্গা নদীর জল বেড়ে চলেছে। যে কোনও সময় অঘটন ঘটতে পারে। তাই প্রস্তুত থাকতে হবে। ফলে পূর্ব রেলের মালদা ডিভিশন এ কড়া সর্তকতা।

বিঘ্নিত ট্রেন চলাচল
  • 2/10

বিভিন্ন এলাকার রেল লাইন ঘেঁষে বইছে নদীর জল। আর একটু বাড়লেই তা ছুঁয়ে ফেলবে রেলের লাইন। ফলে বিপদের আশঙ্কা থাকছেই।

বিঘ্নিত ট্রেন চলাচল
  • 3/10

রেল কালভার্টের নীচ দিয়ে প্রচন্ড স্রোতে বইছে নদীর জল। দাঁড়িয়ে দেখলে মনে হবে যে কোনও সময় উড়িয়ে নিয়ে যেতে পারে রেলওয়ে ট্র্যাক।

Advertisement
বিঘ্নিত ট্রেন চলাচল
  • 4/10

এই অবস্থায় দূরপাল্লার ট্রেন চালানো অত্যন্ত ঝুঁকির। কারণ নিয়মিত ট্রেন চললে রেললাইন বসে যেতে পারে। এমনিতেই লাইনের নীচে জল জমা থাকায় নরম হয়ে রয়েছে বেস।

বিঘ্নিত ট্রেন চলাচল
  • 5/10

ফলে আগাম সতর্কতাবশত বেশ কিছু ট্রেনের রুট ইতিমধ্যেই ঘোরানো হয়েছে। পাশাপাশি ১৩ টি ট্রেন বাতিলও করা হয়েছে সতর্কতার কারণে।

বিঘ্নিত ট্রেন চলাচল
  • 6/10

মালদা রেলওয়ে ডিভিশন এর ডিআরএম যতীন্দ্র কুমার জানান, বিহারে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। তাই নজর রাখা হচ্ছে।

বিঘ্নিত ট্রেন চলাচল
  • 7/10

গঙ্গার জল বাড়ায় সাহেবগঞ্জ থেকে ভাগলপুর, আবার ভাগলপুর থেকে জামালপুর রেল লাইনে ঘেঁষে গিয়েছে। ফলে বিপদের আশঙ্কা রয়েছে।

Advertisement
বিঘ্নিত ট্রেন চলাচল
  • 8/10

পাশাপাশি রেল ব্রিজের গার্ডার ছুঁয়ে গেছে। তাই আমরা বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেন বাতিল করেছি। আরও কিছু ট্রেন যে কোনও মুহূর্তে বাতিল করা হতে পারে।

বিঘ্নিত ট্রেন চলাচল
  • 9/10

পাশাপাশি মালদা থেকে ফারাক্কা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র মেল কাটিহার হয়ে দিল্লি যাচ্ছে। উপায় নেই। তাই ঘুরিয়ে দেওয়া হয়েছে।

বিঘ্নিত ট্রেন চলাচল
  • 10/10

ভাগলপুর সাহেবগঞ্জ ,জামালপুর ,জয়নগর, মুঙ্গের, এর বেশ কিছু রুটের ট্রেন বাতিল করা হয়েছে। রেলওয়ে ট্র্যাক থেকে জল না নামা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

Advertisement