scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast: নিম্নচাপের কেমন প্রভাব উত্তরবঙ্গে, রবিবার বৃষ্টি হবে? কী বলছে পূর্বাভাস?

উত্তরের আবহাওয়া
  • 1/13

ক্যালেন্ডারে বর্ষা পার হওয়ার আগে থেকেই উত্তরবঙ্গ থেকে আপাতত মুখ ফিরিয়েছে বৃষ্টি। পরিস্থিতিও খুব একটা অনুকূল নয়। চরচরে রোদের গনগনে আঁচে ছিটেফোঁটা বৃষ্টিও কল্কে পাচ্ছে না।

উত্তরের আবহাওয়া
  • 2/13

নিম্নচাপের প্রভাবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হলেও তার প্রভাব এবার আর পড়ছে না উত্তরবঙ্গে। শনিবার সারাদিনে বৃষ্টি হয়নি। 

উত্তরের আবহাওয়া
  • 3/13

দিনের প্রথমার্থে বাতাসে আর্দ্রতা কম থাকলেও বেলা বাড়তেই আচমকা আর্দ্রতা বেড়ে গিয়েছে। ফলে দমবন্ধকর গুমোট আবহাওয়া তৈরি হয়েছে উত্তরবঙ্গ জুড়েই।

Advertisement
উত্তরের আবহাওয়া
  • 4/13

রবিবারও পরিস্থিতি একই রকম থাকবে বলে আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে আপাতত বৃষ্টি তেমন হবে না বলেই জানা গিয়েছে।

 

উত্তরের আবহাওয়া
  • 5/13

বঙ্গোপসাগরের ওপর অবস্থান করা নিম্নচাপগাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি করলেও উত্তরবঙ্গে তার ছিঁটেফোঁটাও পৌঁছবে না।

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 6/13

উত্তরবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনও পরিবর্তনের আভাস নেই। কিছু জেলায় হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 7/13

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২১ অগাস্ট রবিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে।

Advertisement
উত্তরবঙ্গের আবহাওয়া
  • 8/13

উত্তরবঙ্গের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা পরিবর্তন না হলেও রবিবার থেকে তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 9/13

পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ২২ অগাস্ট সোমবার সকালের মধ্যেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 10/13

পাহাড়ের কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে তাতে আশঙ্কাজনক কিছু নেই। ধসের কোনও পূর্বাভাস নেই। ফলে দিব্যি ঘোরাঘুরি করতে পারেন আরামদায়ক আবহাওয়ায়।

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 11/13

উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলির মধ্যে দার্জিলিং,জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের কিছু জায়গায় এক-আধ পশলা বৃষ্টি হলেও হতে পারে।

 

Advertisement
উত্তরবঙ্গের আবহাওয়া
  • 12/13

বাকি জেলাগুলি সম্পর্কে সেটুকু পূর্বাভাসও কঠিন বলে মনে হচ্ছে। মালদা, দুই দিনাজপুরে তাপমাত্রা খুব একটা না বাড়লেও স্বস্তি দেবে না আর্দ্রতা। বিশেষ করে সারাদিন গনগনে আঁচে পুড়তে হবে।

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 13/13

আপাতত এমন আবহাওয়াই চলবে উত্তরবঙ্গের সর্বত্র। ভাদ্রের শেষের দিকে কিছুটা তাপমাত্রা পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে আচমকা ঝড়-বৃষ্টি হতে পারে।

Advertisement