ক্যালেন্ডারে বর্ষা পার হওয়ার আগে থেকেই উত্তরবঙ্গ থেকে আপাতত মুখ ফিরিয়েছে বৃষ্টি। পরিস্থিতিও খুব একটা অনুকূল নয়। চরচরে রোদের গনগনে আঁচে ছিটেফোঁটা বৃষ্টিও কল্কে পাচ্ছে না।
নিম্নচাপের প্রভাবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হলেও তার প্রভাব এবার আর পড়ছে না উত্তরবঙ্গে। শনিবার সারাদিনে বৃষ্টি হয়নি।
দিনের প্রথমার্থে বাতাসে আর্দ্রতা কম থাকলেও বেলা বাড়তেই আচমকা আর্দ্রতা বেড়ে গিয়েছে। ফলে দমবন্ধকর গুমোট আবহাওয়া তৈরি হয়েছে উত্তরবঙ্গ জুড়েই।
রবিবারও পরিস্থিতি একই রকম থাকবে বলে আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে আপাতত বৃষ্টি তেমন হবে না বলেই জানা গিয়েছে।
বঙ্গোপসাগরের ওপর অবস্থান করা নিম্নচাপগাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি করলেও উত্তরবঙ্গে তার ছিঁটেফোঁটাও পৌঁছবে না।
উত্তরবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনও পরিবর্তনের আভাস নেই। কিছু জেলায় হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২১ অগাস্ট রবিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে।
উত্তরবঙ্গের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা পরিবর্তন না হলেও রবিবার থেকে তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।
পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ২২ অগাস্ট সোমবার সকালের মধ্যেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
পাহাড়ের কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে তাতে আশঙ্কাজনক কিছু নেই। ধসের কোনও পূর্বাভাস নেই। ফলে দিব্যি ঘোরাঘুরি করতে পারেন আরামদায়ক আবহাওয়ায়।
উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলির মধ্যে দার্জিলিং,জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের কিছু জায়গায় এক-আধ পশলা বৃষ্টি হলেও হতে পারে।
বাকি জেলাগুলি সম্পর্কে সেটুকু পূর্বাভাসও কঠিন বলে মনে হচ্ছে। মালদা, দুই দিনাজপুরে তাপমাত্রা খুব একটা না বাড়লেও স্বস্তি দেবে না আর্দ্রতা। বিশেষ করে সারাদিন গনগনে আঁচে পুড়তে হবে।