scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

North Bengal Weather: উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস, দশমীতেও হতে পারে ভারী বর্ষণ

বৃষ্টির সতর্কতা
  • 1/10

দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়েছিল ষষ্ঠী থেকেই। সপ্তমী পর্যন্ত উত্তরবঙ্গে পূর্বাভাস থাকলেও বৃষ্টি হয়নি। অষ্টমীর সকাল থেকে বৃষ্টি নামে উত্তরবঙ্গেও।
 

বৃষ্টির সতর্কতা
  • 2/10

অষ্টমীর দিন জলপাইগুড়ি জেলার কয়েকটি মণ্ডপ ক্ষতিগ্রস্ত হয়। তবে সামগ্রিক বিচারে পুজো দেখতে তেমন সমস্যা হয়নি। ফের বৃষ্টি নামে অষ্টমীর রাতে।

বৃষ্টির সতর্কতা
  • 3/10

নবমীতেও সকাল থেকেই গোটা রাজ্যের বিভিন্ন এলাকার সঙ্গে উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। তুমুল বর্ষণ না হলেও একটানা কয়েক ঘন্টা বৃষ্টি চলতে থাকে বেলা পর্যন্ত।

Advertisement
বৃষ্টির সতর্কতা
  • 4/10

নবমীতে দিনভর বৃষ্টির পরও স্বস্তি নেই। পূর্বাভাসে ফের বৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে দশমী-একাদশীতেও। ফলে বৃষ্টির ভ্রুকুটি নিয়েই মায়ের বিসর্জনের বন্দোবস্ত করতে হবে।

বৃষ্টির সতর্কতা
  • 5/10

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ০৫ অক্টোবর দশমীর সকাল পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে।

বৃষ্টির সতর্কতা
  • 6/10

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৬ অক্টোবর একাদশীর সকাল পর্যন্ত সব কটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে।

বৃষ্টির সতর্কতা
  • 7/10

এ ছাড়া আগামী কয়েকদিন উত্তরবঙ্গের তাপমাত্রার সে রকম কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

Advertisement
বৃষ্টির সতর্কতা
  • 8/10

আগামী কয়েকদিন উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে উত্তরবঙ্গ বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃষ্টির সতর্কতা
  • 9/10

উত্তরবঙ্গের দার্জিলং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

 

বৃষ্টির সতর্কতা
  • 10/10

পাহাড়ে ধস সতর্কতা জারি করা হয়েছে। পুজোর মধ্যে যাতে প্রাকৃতিক দুর্যোগে যোগাযোগ ব্যবস্থায় তাল না কাটে তা নজরে রাখতে প্রশাসনকে সতর্ক করা হয়েছে।

Advertisement