টানা দুর্যোগ, বৃষ্টি ধস, এড়িয়ে কিছু কিছু এলাকায় বৃষ্টি একটু ধরেছে পাহাড়ে। অন্তত গত ৪-৫ দিনের তুমুল বর্ষণ আপাতত নেই। বৃষ্টির পরিমাণ কমেছে।
উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি খানিকটা উন্নতি হয়েছে। সিকিমেও দুর্যোগ খানিকটা কমেছে। তবে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।
বৃহস্পতিবার সারাদিন উত্তরবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে । দু'এক জায়গায় হতে সামান্য ভারী বৃষ্টিপাত হয়েছে।
ধীরে ধীরে তাপমাত্রাও কমছে এলাকায়। যদিও খাতায় কলমে তাপমাত্রাতে তেমন কোনও বদল হয়নি, তবুও পরিবেশে শীতের শিরশিরানি ভাব চলে এসেছে।
উত্তরবঙ্গের গত কয়েকদিন ধরে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে। সেই মতোই বৃষ্টি কমেছে। কিন্তু পাহাড়ের পরিস্থিতি এখনও কিছুটা উদ্বেগজনক রয়েছে। কারণ ধস সতর্কতা জারি রাখা হয়েছে।
শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে জানানো হয়েছে। তবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বেশ কিছু নদীর জল এখনও স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৫ অক্টোবর শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।