scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

মৃতদেহের চাপ কমাতে শিলিগুড়িতে আরও দুটি শ্মশান

শিলিগুড়িতে শ্মশান ঘাট প্রকল্পের প্রস্তাবনা খতিয়ে দেখতে পুর প্রশাসকমণ্ডলী
  • 1/12

শিলিগুড়িতে আরও দুটি শ্মশান ঘাট তৈরি করতে উদ্যোগী পুরসভা। ডাম্পিং গ্রাউন্ডে কাজের গতি বাড়াতে কাজ করা হবে দুটি শিফটে। সোমবার জানালেন পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।

শিলিগুড়িতে শ্মশান ঘাট প্রকল্পের প্রস্তাবনা খতিয়ে দেখতে পুর প্রশাসকমণ্ডলী
  • 2/12

শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর থেকেই শিলিগুড়ির সার্বিক উন্নয়নে জোর দিয়েছে গৌতম দেব। প্রতিনিয়ত শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে খতিয়ে দেখছেন পৌর নিগমের বিভিন্ন বিষয়ে।

শিলিগুড়িতে শ্মশান ঘাট প্রকল্পের প্রস্তাবনা খতিয়ে দেখতে পুর প্রশাসকমণ্ডলী
  • 3/12

সোমবার একই ভাবে শিলিগুড়ি পুরনিগমের 42 নং ওয়ার্ডের প্রকাশনগর, সরোজিনী পল্লি ও সুইমিং পুল এলাকা পরিদর্শন করেন গৌতম দেব। মূলত শিলিগুড়িতে বিকল্প একটি শ্মশান তৈরি করার জন্য জমি খতিয়ে দেখেই তিনি আজ এলাকাগুলো ঘুরে দেখেন। কথা বলেন স্থানীয়দের সঙ্গেও।

Advertisement
শিলিগুড়িতে শ্মশান ঘাট প্রকল্পের প্রস্তাবনা খতিয়ে দেখতে পুর প্রশাসকমণ্ডলী
  • 4/12

করোনার আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় ইতিমধ্যে চাপ বাড়ছে ফুলবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাহুডাঙ্গি শ্মশান ঘাটের ওপর। অন্যদিকে শিলিগুড়িতে কিরনচন্দ্র ও রামঘাট শ্মশানের ওপর নিত্যদিন চাপ রয়েছেই।

শিলিগুড়িতে শ্মশান ঘাট প্রকল্পের প্রস্তাবনা খতিয়ে দেখতে পুর প্রশাসকমণ্ডলী
  • 5/12

তাই শিলিগুড়িতে আরও একটি বৈদ্যুতিক চুল্লি হলে সেই ক্ষেত্রে কিছুটা চাপ কমবে শিলিগুড়ির মহানন্দার কিরণ চন্দ্র শ্মশান ঘাটের উপর। এদিন সাইট পরিদর্শনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুর বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব বলেন, শিলিগুড়ি সাহুডাঙ্গি শ্মশান ঘাটে করোনায় মৃতদের দেহ দাহ করা হচ্ছে কিন্তু প্রচণ্ড চাপ বাড়ছে।

শিলিগুড়িতে শ্মশান ঘাট প্রকল্পের প্রস্তাবনা খতিয়ে দেখতে পুর প্রশাসকমণ্ডলী
  • 6/12

তার বাইরে কিরণ চন্দ্র শ্মশান রয়েছে। এই শশান ঘাটে প্রতিদিন প্রচুর মৃতদেহ দাহ করা হয়। এমন কিছু মৃতদেহ প্রতিদিন মেডিকেলে আসে। যেগুলি আর কেউ নিয়ে যায় না। সেই মৃতদেহগুলোও দাহ করা হয়।

শিলিগুড়িতে শ্মশান ঘাট প্রকল্পের প্রস্তাবনা খতিয়ে দেখতে পুর প্রশাসকমণ্ডলী
  • 7/12

তাছাড়া করোনার এই পরিস্থিতিতে শহরে আরও দুটো শ্মশান ঘাট প্রয়োজন। তিনি বলেন, এখানে আগের ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সাথে কথা হয়েছে। 

Advertisement
শিলিগুড়িতে শ্মশান ঘাট প্রকল্পের প্রস্তাবনা খতিয়ে দেখতে পুর প্রশাসকমণ্ডলী
  • 8/12

প্রয়োজনে পৌরসভার সাথে তাদের সঙ্গে একটি মউ সই করে এলাকাটিকে আরো কীভাবে সুন্দর করা যায় সে বিষয়েও কাজ করা হবে। অন্যদিকে এ দিন গৌতম দেব শিলিগুড়ি পুরনিগমের ডাম্পিং গ্রাউন্ডও পরিদর্শনে যান। সেখানে গিয়ে সমস্ত রকমের কাজকর্ম খতিয়ে দেখে পদ্ধতিগত বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন।

শিলিগুড়িতে শ্মশান ঘাট প্রকল্পের প্রস্তাবনা খতিয়ে দেখতে পুর প্রশাসকমণ্ডলী
  • 9/12

পাশাপাশি কথা বলেন কর্মীদের সঙ্গেও। সংবাদমাধ্যম মুখোমুখি হয়ে বলেন, কাজের গতি আরও বাড়াতে ডাম্পিং গ্রাউন্ডে দুটো শিফট করে কাজ করানো হবে।

শিলিগুড়িতে শ্মশান ঘাট প্রকল্পের প্রস্তাবনা খতিয়ে দেখতে পুর প্রশাসকমণ্ডলী
  • 10/12

এছাড়াও যে যন্ত্রপাতি এবং গাড়িগুলি আগে কেনা হয়েছিল, সেগুলি এখন বেহাল অবস্থায় রয়েছে। তাই সে গাড়ি গুলি পুনরায় রক্ষণাবেক্ষণ ও গাড়ি রাখার জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে। এর আগে শিলিগুড়িতে রামঘাটে বৈদ্যুতিক চুল্লি তৈরি করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল গৌতম দেবকে। তখন তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী ছিলেন। স্থানীয়দের একাংশ সেখানে বৈদ্যুতিক চুল্লি করতে দেয়নি।

শিলিগুড়িতে শ্মশান ঘাট প্রকল্পের প্রস্তাবনা খতিয়ে দেখতে পুর প্রশাসকমণ্ডলী
  • 11/12

পরে সেখানে চুল্লি না করে, শিলিগুড়ি লাগোয়া সাহুডাঙ্গিতে শ্মশান করে সেখানে শিলিগুড়ির বাড়তি বোঝা কমানো হয়। এখন পরিবর্তিত পরিস্থিতিতে সেখানেও শব দেহ পোড়ানোর চাপ বাড়ছে। ফলে বিকল্প তৈরি করতে হবে বলে মনে করছে প্রশাসকমণ্ডলী।

Advertisement
শিলিগুড়িতে শ্মশান ঘাট প্রকল্পের প্রস্তাবনা খতিয়ে দেখতে পুর প্রশাসকমণ্ডলী
  • 12/12

এদিন গৌতম দেবের সঙ্গে উপস্থিত ছিলেন পুর প্রশাসক বোর্ডের সদস্য অলক চক্রবর্তী, রঞ্জন সরকার এবং শিলিগুড়ি পুরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া ও অন্যান্য আধিকারিকরা।

Advertisement