scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

পাহাড় থেকে নেমে এসেছে সারি সারি Hornbill, বক্সায় পাখিপ্রেমীদের মহোৎসব

হর্নবিলের টানে
  • 1/8

বক্সায় পাখি উৎসব শুরুর আগেই বক্সার গর্বের পাখি হর্নবিলের টানে বক্সার জঙ্গলে ছুটে আসছে পক্ষীপ্রেমী পর্যটকদের দল। আচমকাই বক্সার জঙ্গলে  অহরহ দেখা মিলছে তিন প্রজাতির হর্নবিল।
 

হর্নবিলের টানে
  • 2/8

এমনকী গভীর জঙ্গলের এই সুন্দরী পাখিটি মাঝে মধ্যে পথ ভুল করে চলে আসছে শহরাঞ্চলের দিকেও। শহরের অনেক পক্ষীপ্রেমীর নজরে পড়েছে কমলা লম্বা ঠোঁটের এই পাখিটির।

হর্নবিলের টানে
  • 3/8

পক্ষীপ্রেমীদের মতে করোনা সংক্রমণের জেরে লকডাউনের পিরিয়ডে জঙ্গলের পরিবেশ অনেকটা ভালো হবার সুবাদেই গভীর জঙ্গলের এই পাখিটির অহরহ দেখা পাওয়া যাচ্ছে।

Advertisement
হর্নবিলের টানে
  • 4/8

আগামী ৬ জানুয়ারি থেকে বক্সার জঙ্গলে শুরু হবে বার্ষিক পাখি উৎসব। এই উৎসব চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। দেশ-বিদেশের পক্ষীপ্রেমীর দল বক্সা টাইগার রিজার্ভের তিনদিনের এই পাখি উৎসবে এসে শামিল হয়। এই পাখি উৎসবে সামিল হয়ে বেশির ভাগ পাখিপ্রেমী পর্যটক তাদের অত্যাধুনিক ক্যামেরায় হর্নবিল পাখির ছবি তাদের ক্যামেরা বন্দী করতে চায়।

হর্নবিলের টানে
  • 5/8

কিন্তু এ বছর অহরহ হর্নবিলের দেখা মেলায় হর্নবিল পাখির ছবি তাদের ক্যামেরাবন্দী করতে অসুবিধা হবে না বলে আশাবাদী বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ। উত্তরবঙ্গের জঙ্গলে মূলত পাঁচ প্রজাতির হর্নবিল দেখতে পাওয়া যায়। এই হর্নবিল গুলো হলো, ইন্ডিয়ান পায়েড হর্নবিল, রিথেড হর্নবিল, গ্রেট হর্নবিল,রুপাস হর্নবিল, গ্রে হর্নবিল। স্থানীয়ভাবে এগুলিকে ধনেশ বলা হয়।

হর্নবিলের টানে
  • 6/8

বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে এই কমবেশি এই পাঁচ প্রজাতির হর্নবিল পাখির দেখা মেলে। তবে বক্সা টাইগার রিজার্ভে সবচেয়ে বেশি ইন্ডিয়ান পায়েড হর্নবিল পাখির দেখা মেলে। ছাড়াও এই জঙ্গলে আকছার দেখা যায় রিথেড এবং গ্রেট হর্নবিল।

হর্নবিলের টানে
  • 7/8

আগে এই হর্নবিলের দেখা পেতে পক্ষীপ্রেমী পর্যটকদের যেতে হতো বক্সার দুর্গম পাহাড়ে। এর মধ্যে সদর বাজার, লালবাংলো, তাসিগাঁও, লেপচাখার মতো দুর্গম পাহাড়ি এলাকায়। এই হর্নবিলের ছবি ক্যামেরা বন্দী করতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো পক্ষীপ্রেমীদের। এই হর্নবিল পাখিগুলোর মধ্যে দেশের সবচেয়ে বেশি সুন্দর পাখি হলো রিথেড হর্নবিল।

 

Advertisement
হর্নবিলের টানে
  • 8/8

হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর অনিমেষ বসু বলেন, করোনার জেরে জঙ্গলে মানুষ, গাড়ি চলাচল কমেছে। পরিবেশ সুস্থ হয়েছে। তাই বিপন্ন তালিকাভুক্ত এই হর্নবিল লোকালয়ের আশেপাশে দেখা মিলছে। কিন্তু পরিবেশ ফের বিষাক্ত হলে তাঁরা আবার গভীর জঙ্গল এবং পাহাড়ের উপরে চলে যাবে।

Advertisement