ক্রিসমাসের আগেই রাজ্যের তাপমাত্রা বাড়বে, পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। সেই মতই ধীরে ধীরে চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ।
বৃহস্পতিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকলো ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। হাওয়া অফিস বলছে, শীতের আমেজ থাকলেও আগামী কয়েকজিন তাপমাত্রা তুলনামূলক ভাবে বাড়বে কলকাতায়৷
এদিকে তাপমাত্রার বাড়ার সঙ্গে সঙ্গেই ফের বৃষ্টির ভ্রুকুটি। বড়দিনের ছুটিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের একাধিক জেলায়।
হাওয়া অফিস বলছে আগামী ৫ দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও ২৭ তারিখ থেকে কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেগুলি হল পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান।
২৮ ও ২৯ ডিসেম্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া ,বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ,ঝারগ্রাম ও মুর্শিদাবাদে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া থাকবে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে হালকা কুয়াশা থাকবে ও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে ২৮ ও ২৯ ডিসেম্বর সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার আগের দুদিন হালকা বৃষ্টি হবে দার্জিলিং ও কালিম্পং জেলায়।
২০২১-এর শেষের দিনগুলিতে জাঁকিয়ে শীতের দেখা মিলবে না বলেই খবর। ২০২২ সালের প্রথম সপ্তাহ পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।