scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

ফের তুষারপাত উত্তর সিকিমে, বসন্তেও বরফে সাদা হিমালয় উপত্যকা

তুষারে ঢাকা পাহাড়
  • 1/9

চলতি মরশুমে টানা তুষারপাত পর্যটক তো বটেই, স্থানীয়দেরও অত্যন্ত খুশি প্রদান করেছে। এমন সাদায় সাদা পাহাড় বহু বছর  এমনকী দশক দেখেনি পাহাড়।

তুষারে ঢাকা পাহাড়
  • 2/9

হিমালয়ান রিজিয়নে এ রাজ্যের দার্জিলিং থেকে শুরু করে সিকিম, ভুটান, নেপাল বারবার তুষারে ঢাকা পড়েছে। ঝিরিঝিরি তুষার ঢেকে দিয়েছে পাহাড়কে।

তুষারে ঢাকা পাহাড়
  • 3/9

কোথাও দেড় ইঞ্চি, কোথাও দুই ইঞ্চি, বরফে ঢাকা পড়েছে। সিমলা বা কাশ্মীরের মতো না হলেও এ বরফ সরাতে বা গলতেই সময় লাগছে অনেক।

Advertisement
তুষারে ঢাকা পাহাড়
  • 4/9

কয়েকদিন বিরতির পর বৃহস্পতিবার রাত থেকেই ফের নতুন করে তুষারপাত শুরু হয়েছে। উত্তর সিকিমের লাচুং, লাচেন তুষারে ঢেকে গিয়েছে। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

তুষারে ঢাকা পাহাড়
  • 5/9

অন্যদিকে পাল্লা দিয়ে আবহাওয়ার মুখ ভার সমতলেও। শিলিগুড়ি, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহার সহ বিস্তীর্ণ এলাকায় আকাশের মুখ ভার সকাল থেকেই।

তুষারে ঢাকা পাহাড়
  • 6/9

শিলিগুড়ি সহ একাধিক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে। ঝিরিঝিরি বৃষ্টিতে তাপমাত্রা অনেকটা কম থাকলেও, হিমেল অনুভব কাঁপিয়ে দিয়ে যাচ্ছে মানুষকে।

তুষারে ঢাকা পাহাড়
  • 7/9

চলতি মরশুমে ১৫ দিনের বেশি তুষারপাত হয়েছে। যা মতান্তরে প্রায় ১৪ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে ২০০৭ সাল নাগাদ টানা তুষারপাত হয়েছিল।

Advertisement
তুষারে ঢাকা পাহাড়
  • 8/9

বিশেষজ্ঞরা বলছেন, এবারই অনেক বেশি তুষারপাত হচ্ছে। পর্যটনের জন্যও এটা ভাল খবর, যেহেতু এই অঞ্চলের অন্যতম প্রধান অর্থনৈতিক ভিত্তি হলো পর্যটন। 

তুষারে ঢাকা পাহাড়
  • 9/9

মার্চ পর্যন্ত আরও কয়েক দফায় তুষারপাত আশা করছেন স্থানীয় ও আবহাওয়া বিশেষজ্ঞরা। আর তাতে পর্যটনের ক্ষেত্রে দুর্দান্ত লাভের পাশাপাশি হাতের কাছে এমন তুষারপাত দেখার সুযোগ পাবেন পর্যটকরাও।

Advertisement