West Bengal Rain Forecast: রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন: নয়া 'কুছ খাস হ্য়ায়!' ক্যাডবেরির নতুন অ্যাডে অর্ধেক আকাশের জয়গাথা
রাজ্যের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। কলকাতায়ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন: 'আপনার ব্রা কোথায়?' Esha Gupta-কে প্রশ্ন নেট-নাগরিকদের
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। রবিবাব বৃষ্টির পরিমাণ কমবে শুধু ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে। বৃষ্টি হবে অন্যান্য জেলাগুলোতে।
আগামীকাল, রবিবার মেঘলা আকাশ থাকবে। সোমবার, ২৭ তারিখ আবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা।
বিশেষ করে পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টি হবে। এমনই অনুমান আবহাওয়া দফতরের।
২৮ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তখন বৃষ্টি কমবে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় হালকা বৃষ্টি হবে। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি বৃষ্টি হতে পারে।
২৬ তারিখে শুধুমাত্র দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হবে। ২৭ তারিখ উত্তরবঙ্গে সর্বত্রই হালকা বৃষ্টি হবে।