scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

বিজেপির প্রধানকে সমর্থন, বহিষ্কার পাঁচ তৃণমূল পঞ্চায়েত সদস্য

বহিষ্কার করা হল পাঁচ তৃণমূল সদস্যকে
  • 1/6

প্রধান গঠনে বিজেপিকে সমর্থন করায় দলের ৫ জন সদস্যকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। মালদার মানিকচকের চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা।
 

বহিষ্কার করা হল পাঁচ তৃণমূল সদস্যকে
  • 2/6

অঞ্চল নেতৃত্বকে জানিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পাল্টা দাবি বহিষ্কৃত পঞ্চায়েত সদস্যের। তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার দাবি বিজেপির। সম্প্রতি চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান মাম্পি রজকের বিরুদ্ধে অনাস্থা আনেন বিজেপির অন্যান্য সদস্যরা।

বহিষ্কার করা হল পাঁচ তৃণমূল সদস্যকে
  • 3/6

দলীয় সদস্যদের অনাস্থায় অপসারিত হন বিজেপি প্রধান। ওই পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন বিজেপির সুকনি সাহা। প্রধান নির্বাচনে বিজেপির পক্ষে ভোট দেন তৃনমূলে বেশ কয়েকজন সদস্য।

Advertisement
বহিষ্কার করা হল পাঁচ তৃণমূল সদস্যকে
  • 4/6

আর এতে ক্ষিপ্ত মানিকচকের বিধায়ক তথা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সাবিত্রী মিত্র। ওই পাঁচ সদস্যকে সরাসরি বহিষ্কারের সিদ্ধান্ত নেন তিনি। সাবিত্রী মিত্র বলেন, দলের গাইডলাইন না মেনে যারা সাম্প্রদায়িক বিজেপির সাথে হাত মিলিয়েছে তাদের দলে রাখা যাবে না। তাই বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বহিষ্কার করা হল পাঁচ তৃণমূল সদস্যকে
  • 5/6

বহিষ্কৃত তৃণমূল সদস্য শেখ সাজিদ বলেন, অঞ্চল কমিটির সাথে আলোচনা করে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। সাবিত্রী মিত্র দলনেত্রী উনি যা সিদ্ধান্ত নিবেন তা মেনে নিতে হবে। 

 

বহিষ্কার করা হল পাঁচ তৃণমূল সদস্যকে
  • 6/6

বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মন্ডল বলেন, এটা তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার। আমরা সংগঠন মজবুত করার জন্য নতুন প্রধান করতে চেয়েছিলাম তা সফল হয়েছে।

Advertisement