বিশ্ব বাঘ দিবসে খুশির খবর বক্সা টাইগার রিজার্ভে। রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘোষনা করেছেন খুব শীঘ্রই অসমের কাজিরাঙ্গা ফরেস্ট থেকে ১৪ টি রয়াল বেঙ্গল টাইগার নিয়ে আসা হবে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে।
এই ১৪ বাঘ অসমের কাজিরাঙ্গা থেকে নিয়ে আসার জন্য সেন্ট্রাল জু অথরিটির এবং ন্যাশনাল টাইগার কনজারভেটিভ অথরিটি (এনটিসিএ) প্রয়োজনীয় অনুমোদন অনেক আগেই পেয়ে গেছে রাজ্য সরকার।
ইতিমধ্যেই অসম রাজ্যে সরকারের সাথেও চুড়ান্ত কথা বলা হয়ে গেছে এ রাজ্যের বন দপ্তরের। অল্প কদিনের মধ্যেই বাঘ ঢুকবে।
মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন অসম থেকে বাঘ আনার বিষয়ে সমস্ত সরকারি প্রক্রিয়া শেষ। এবার শুধু রয়াল বেঙ্গল টাইগার নিয়ে আসার পালা।
মন্ত্রী বলেন, এতদিন ধরে বক্সা টাইগার রিজার্ভে বাঘ না থাকার যে দুর্নাম ছিলো সেই নাম ঘুচতে চলেছে। কেউ আর প্রশ্ন তুলতে পারবে না, বাঘ নেই।
বক্সা টাইগার রিজার্ভের অধিকর্তা বুদ্ধরাজ শেওয়া বলেন বক্সার জঙ্গলে বাঘের থাকার জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তোলা হয়েছে।
জঙ্গলের ভেতরে পর্যাপ্ত পরিমানে তৃনভূমি থেকে শুরু করে পানীয় জলাধারের ব্যবস্থা করা হয়েছে। বাঘের খাবারের জন্য প্রচুর পরিমানে হরিণ ছাড়া হয়েছে জঙ্গলের ভেতরে।
উল্লেখ্য দীর্ঘদিন ধরেই বক্সার জঙ্গলে একটি বাঘ নেই বলে অভিযোগ করেছিলেন বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠন থেকে শুরু করে বক্সার জঙ্গলের আশেপাশে গড়ে ওঠা বনবস্তির বাসিন্দারা।
যদিও বনদফতরের তরফে বক্সায় বাঘ নেই, তা মানতে চাওয়া হয়নি। তবে খুব একটা দেখাও যায়নি। প্রকাশ্য়ে বাঘ দেখা গিয়েছিল কয়েক দশক আগে।
যদিও বক্সার জঙ্গলে শেষ বাঘসুমারিতে তিনটি রয়াল বেঙ্গল টাইগারের উপস্থিতি পেয়েছে বনদফতর। যদিও তিনটি বাঘের উপস্থিতি পাওয়া গেলেও একটি বাঘকেও চোখে দেখেনি বাঘসুমারির সাথে যুক্ত বনকর্মীরা।
শুধু বাঘের বিষ্ঠা এবং পায়ের ছাপের নমুনা দেখেই তিনটি বাঘের অস্তিত্ব পাওয়া গেছে। এছাড়াও বক্সার জঙ্গলের ভেতর প্রচুর ট্র্যাপ ক্যামেরা লাগিয়েছে বনদপ্তর। তবে সেই ট্র্যাপ ক্যামেরায় এখনও পর্যন্ত একটি বাঘের ছবি ধরা পড়েনি।