scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

কুমেদপুর জংশনে ট্রেনের স্টপেজের দাবিতে ধরনায় TMC বিধায়ক

ট্রেনের স্টপেজের দাবিতে ধরণা বিধায়কের
  • 1/8

ট্রেনের স্টপেজের দাবিতে ধর্নায় শাসকদলের বিধায়ক, গ্রামবাসীদের সমস্যা সমাধান না হলে দিল্লি যাওয়ার হুঙ্কার বিধায়ক তাজমুলের।

ট্রেনের স্টপেজের দাবিতে ধরণা বিধায়কের
  • 2/8

মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বিহার সীমান্তবর্তী কুমেদপুর জংশনে এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে ধর্নায় বসলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন।

ট্রেনের স্টপেজের দাবিতে ধরণা বিধায়কের
  • 3/8

দু’দিন আগেই তিনি বিধানসভাতে এক্সপ্রেস ট্রেনের স্টপেজ থেকে বঞ্চিত করা হচ্ছে কুমেদপুর জংশনকে এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

Advertisement
ট্রেনের স্টপেজের দাবিতে ধরণা বিধায়কের
  • 4/8

গ্রামবাসীদের ধর্নার ১১তম দিনে এদিন গ্রামবাসীদের সঙ্গে প্ল্যাকার্ড নিয়ে স্টেশন প্ল্যাটফর্মে বসে পড়েন বিধায়ক। প্রসঙ্গত কুমেদপুর জংশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন।

ট্রেনের স্টপেজের দাবিতে ধরণা বিধায়কের।
  • 5/8

করোনা পরিস্থিতির আগে এই জংশনে সাতটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ ছিল। এছাড়াও একাধিক প্যাসেঞ্জার ট্রেনেরও স্টপেজ ছিল। যাত্রীও হতো প্রচুর।

স্টেশনে স্টপেজের দাবিতে ধরণা বিধায়কের
  • 6/8

তবে, করোনার প্রকোপ শুরু হতেই লকডাউন শুরু হয়ে যায়। সেই আবহে সমস্ত স্টপেজ তুলে নেওয়া হয়েছিল। তারপর অনেক ট্রেন চালু হলেও স্টপেজ আর চালু হয়নি।

স্টেশনে স্টপেজের দাবিতে ধরণা বিধায়কের
  • 7/8

এদিন বিধায়ক তাজমুল হোসেন জানান, প্রয়োজনে স্টপেজের দাবিতে দিল্লিতে গিয়ে রেলমন্ত্রকে যোগাযোগ করবেন। স্টপেজ মানুষের অধিকার।

 

Advertisement
স্টেশনে স্টপেজের দাবিতে ধরণা বিধায়কের
  • 8/8

গ্রামবাসীদের সমস্যার খুব দ্রুত সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তিনি জানান, এমন নয় যে এখান থেকে রেলের রাজস্ব আদায় হয় না। ফলে স্টপেজ দিতে হবে। মানুষ ভুগছে।

Advertisement