scorecardresearch
 

টি-টিম্বার-টুরিজম-এ এমবিএ চালু আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে

শিলিগুড়িকে এক সময় বলা হত তিনটি 'টি' এর শহর। টি-টিম্বার-টুরিজম। পরে টেবল টেনিসের সাফল্যে অলিখিতভাবে জুড়েছিল টেবল টেনিসও। পরে শিলিগুড়ি ছাড়িয়ে গোটা তরাই-ডুয়ার্সের ট্রেডমার্ক হয়ে যায় টি-টিম্বার-টুরিজম। এবার তাকেই পাঠ্য়ক্রমে এনে চমক সৃষ্টি করতে চলেছে নব উন্মুক্ত আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়।

Advertisement
টি-টিম্বার-টুরিজমে এমবিএ পড়ানো হবে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে টি-টিম্বার-টুরিজমে এমবিএ পড়ানো হবে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে
হাইলাইটস
  • টি-টিম্বার-টুরিজমে এমবিএ চালু
  • পড়ানো হবে বিভিন্ন উপজাতি ভাষাও
  • আপাতত অনলাইনে ক্লাস শুরু হবে

টি-টিম্বার-টুরিজম

শিলিগুড়িকে এক সময় বলা হত তিনটি 'টি' এর শহর। টি-টিম্বার-টুরিজম। পরে টেবল টেনিসের সাফল্যে অলিখিতভাবে জুড়েছিল টেবল টেনিসও। পরে শিলিগুড়ি ছাড়িয়ে গোটা তরাই-ডুয়ার্সের ট্রেডমার্ক হয়ে যায় টি-টিম্বার-টুরিজম। এবার তাকেই পাঠ্য়ক্রমে এনে চমক সৃষ্টি করতে চলেছে নব উন্মুক্ত আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়।

বিষয়ের ইতিহাস

টি ম্যানেজমেন্ট উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই পড়ানো হয়। ট্যুরিজম ম্যানেজমেন্টও বহু পরিচিত বিষয়। তবে টিম্বার নিয়ে আলাদা করে পড়াশোনা কখনও শোনেনি উত্তরবঙ্গ। এবার উত্তরবঙ্গ টিম্বার ট্যুরিজম এবং টি-কে এক ব্যানারে নিয়ে এসে পড়াশোনার সুযোগ করে দিচ্ছে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়। সম্প্রতি টিম্বার ট্যুরিজম নিয়ে এমবিএ করার সুযোগ মিলবে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে।

উপাচার্যের প্রস্তাব

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মহেন্দ্র নাথ রায় জানিয়েছেন, এই বিষয়টি নতুন হলেও তা অত্যন্ত কার্যকরী হবে হাতে কলমে শিক্ষা লাভের জন্য। শুধু উত্তরবঙ্গ বলে নয়, দেশের বিভিন্ন জায়গায় এই পড়াশোনা বিশেষ কাজে লাগবে। ইতিমধ্যেই বিষয়টি অনুমোদনের জন্য উচ্চ শিক্ষা দপ্তরের প্রস্তাব পাঠানো হয়েছে। এমপিএড এবং লোকসংস্কৃতির সার্টিফিকেট কোর্স চালু করার প্রক্রিয়াও শুরু করেছে বিশ্ববিদ্যালয়। সঙ্গে বেশ কিছু জনজাতির ভাষায় সার্টিফিকেট কোর্স চালু করা হচ্ছে। 

আপাতত চারটি বিষয়ে পড়ানো হচ্ছে

বিশ্ববিদ্যালয়ে চারটি ইংরেজি, ইতিহাস, পদার্থবিদ্যা এবং রসায়ন-এ ভর্তির অনুমতি মিলেছিল। আপাতত অনলাইনে ক্লাস শুরু হয়েছে। নতুন বিশ্ববিদ্যালয় হওয়ায় এখনও পরিকাঠামো সম্পূর্ণভাবে তৈরি করা হয়নি।

দশটি বিষয়ে পড়ানোর প্রস্তুতি

আগামী শিক্ষাবর্ষ থেকে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় দশটি বিষয়ে স্নাতকোত্তর বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

কথা রাখলেন উপাচার্য

আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাজে যোগ দিয়েই মহেন্দ্রনাথ রায় জানিয়ে দিয়েছিলেন চলতি শিক্ষাবর্ষ থেকে  চা, পর্যটন বিষয়ে গবেষণা করার সুযোগ দেওয়া হবে পড়ুয়াদের। তিনি কথা রাখলেন। 

Advertisement

আলিপুরদুয়ার কলেজে চলছে পঠন পাঠন

২০১৮ সালের ১ অক্টোবর বিধানসভায় আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় অ্যাক্ট পাশ হয়। ইতিমধ্যেই আলিপুরদুয়ার কলেজের সম্পত্তি আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে অস্থায়ীভাবে পঠনপাঠনের জন্য আলিপুরদুয়ার কলেজে প্রস্তুত করা হয়েছে পরিকাঠামো। কলেজের জমিতেই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবন গড়া হবে। ওই জমির চারপাশের সীমানা প্রাচীরের কাজও শেষ। রাজ্য সরকার আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবনের জন্য ইতিমধ্যেই ২৫ কোটি টাকা বরাদ্দ করে পূর্ত দপ্তরকে পাঠিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, অর্থ বরাদ্দ হওয়ায় বিশ্ববিদ্যায়ের ভবন নির্মাণের নক‌শা দ্রুত তৈরি হবে। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের মতোই আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় ভবনের নকশা উত্তরবঙ্গের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হবে।
 

 

Advertisement