মমতার কর্মিসভা চলাকালীন অসুস্থ কিশোরী। তড়িঘড়ি বক্তৃতা থামিয়ে জলের বোতল ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আলিপুরদুয়ারের কর্মিসভা শেষে মুস্কান পারভিন নামে ওই কিশোরীর সঙ্গে কথাও বলেন মমতা। শুধু তাই নয়, ডাক্তারের অপেক্ষা না করে মুখ্যমন্ত্রী নিজে নাড়ি দেখেন মুস্কানের। তৃণমূল সূত্রে খবর, আপাতত ওই কিশোরী পুরোপুরি সুস্থ রয়েছে। মঙ্গলবার আলিপুরদুয়ারের কর্মিসভায় বক্তব্য রাখছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১২টা ৫০ নাগাদ বক্তৃতা শুরু করেন মুখ্যমন্ত্রী। বক্তৃতা শুরুর আধ ঘণ্টার পরই বিপত্তি! আচমকা অসুস্থ হয়ে পড়ে ওই কিশোরী। মুখ্যমন্ত্রী বক্তৃতা থামিয়ে বলেন, 'অজ্ঞান হয়েছে? আমার কাছে জল আছে।' এরপর ওই কিশোরীকে মঞ্চে নিয়ে আসেন। সেখানেই মুখ মুছে দেন। নাড়ি দেখেন। ডাক্তার ডাকতে বলেন।
Cm Mamta Banerjee Nurses a Girl who get down by Overcrowd and Sun