Advertisement

North Bengal Snowfall: তুষারপাতের আশায় শৈত্যপ্রবাহের মধ্যেও দার্জিলিংয়ে পর্যটকের ভিড়

ঠান্ডায় কাঁপছে দার্জিলিং, গ্যাংটক। সকাল-দুপুর-সন্ধ্যে তাপমাত্রা আর কাঁপুনিতে পার্থক্য বোঝা যাচ্ছে না। শহরাঞ্চলে তবু কিছুটা বের হওয়া যাচ্ছে। পাহাড়ের প্রত্যন্ত এলাকায় শৈত্যপ্রবাহ চলছে। পাহাড়ে গত শীতের মরশুমে এই সময় একাধিকবার বরফ পড়ে গিয়েছিল দার্জিলিং সহ অপেক্ষাকৃত নীচু পার্বত্য এলাকাতেও। এবার এখনও তেমন হয়নি। তবে হতে পারে।এই আশাতেই তুষারপাতের আশায় ছুটির সিজন শেষ হওয়ার পরও পাহাড়ে পর্যটকদের ভিড় রয়েছে ভালই। যা নিয়ে খুশি দার্জিলিং-সিকিমের স্থানীয়রা।

darjeeling hills temperature down, tourist is looking for snowfall in the city.

Advertisement
POST A COMMENT